দিয়াবাড়ি পশুহাটে টাকার ব্যাগ ছিনতাইকালে ২ যুবক গ্রেপ্তার 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর তুরাগে কোরবানীর পশুহাটে মোটরসাইকেলযোগে এসে টাকার ব্যাগ ছিনতাইকালে জনতার হাতে ধরা পড়েছেন দুই যুবক। গতকাল শনিবার (১৫ জুন) মধ্যরাতে তুরাগের দিয়াবাড়ি গরুর হাটের পুলিশ কন্ট্রোল রুমের পাশে তাঁদের ধরে ফেলে জনতা।

পরে তাঁদের গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। তাঁরা হলেন—মাদারীপুর সদর উপজেলার জাফরবাদ গ্রামের আবু তাহেরের ছেলে আউয়াল চৌকিদার (৩০) ও রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা বিহারী ক্যাম্পের মৃত মো. জামালের ছেলে মো. জুম্মন (২২)। আউয়াল বর্তমানে রামপুরার মধুবাগের মীরেরবাগে থাকেন।

আজ রোববার (১৬ জুন) আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির উত্তরা জোনের জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার (এসি) সুমন কর।

জেষ্ঠ্য সহকারী কমিশনার (এসি) সুমন কর জানান, রাতে গরু কেনার জন্য টাকার ব্যাগ নিয়ে দিয়াবাড়ি হাটে এসেছিলেন মাকসুদুর রহমান (৪০) নামের এক ব্যক্তি। তিনি হাটের ভেতরের রাস্তা দিয়ে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের পাশে পৌঁছানো মাত্রই দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী পিছু নেয়। একটি পালসার মোটরসাইকেলের পেছনে বসে থাকা ছিনতাইকারী মাকসুদুরের টাকার ব্যাগ ছিনতাইকালে মাটিতে পড়ে যায়। পরে হাটে থাকা আশেপাশের লোকজন আউয়াল ও জুম্মনকে আটক করে পুলিশে দেয়। ওই সময় ছিনতাই কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এসি সুমন কর বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাদাবাদে জানা গেছে, তাঁদের সঙ্গে থাকা জুয়েল (২৩) ও সাদ্দাম হোসেন (২৪) নামের আরও দুই ছিনতাইকারী পালিয়ে গেছে। তাঁরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেপ্তার আউয়াল চৌকিদারের বিরুদ্ধে পাঁচটি ও জুম্মনের বিরুদ্ধে চারটি ছিনতাই ও মাদক মামলা রয়েছে।’

এসি সুমন কর বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ (রোববার) সকালে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পলাতক দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত