দোহারে ট্রাক, পিকাপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত

ঢাকা (দোহার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২৩: ৫৩
Thumbnail image
প্রতীকী ছবি

ঢাকার দোহারে একটি বালুর ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার নারিশা ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী মোটরসাইকেল আরোহী ছিলেন।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে আব্দুর রাজ্জাক হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় প্রেরণ করেন।

জানা যায়, প্রতিনিয়ত বালুবাহী ট্রাক এ রাস্তায় বেপরোয়াভাবে চলাফেরা করে। নিয়মনীতির তোয়াক্কা না করে এসব বেপরোয়া ট্রাক প্রায় সময় দুর্ঘটনা ঘটাচ্ছে। ট্রাক ও পিকআপের ধাক্কায় গুরুতর আহত শিক্ষার্থীরা হলেন পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থী হৃদয় ও শিহাব। হৃদয়ের বাসা নারিশা খালপার প্রাইমারি স্কুলের পাশে।

এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন ও রাস্তা অবরোধ করেন। পরে দোহার থানার মুকসুদপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয় দোহার থানার ফুলতলা ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম সুমন জানান, ‘আমরা ট্রাক ও আসামি আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন বীণা সিক্রি

ছড়িয়ে পড়ছে এইচএমপিভি ভাইরাস, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ জানুন

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার

এইচএসসি পরীক্ষা শুরু জুনের শেষ সপ্তাহে

আবুল খায়ের গ্রুপে চাকরি, শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত