Ajker Patrika

লালবাগ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
লালবাগ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগ থেকে জাহিদ হাসান (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লালবাগ হোসেন উদ্দিন ২য় লেনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

লালবাগ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, গত রাতে খবর পেয়ে জাহিদের মরদেহ উদ্ধার করি। পরিবার থেকে জানা গেছে, জাহিদ বর্তমানে কিছু করতেন না। হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

মৃত জাহিদের বড় ভাই আমির হোসেন মিলন বলেন, আমার ভাই আজিমপুরে রায়হান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়াশোনা করত। বর্তমানে পড়াশোনা বন্ধ। 

তিনি আরও জানান, বাবা-মা দুজনই মারা গেছে। আমরা দুই ভাই এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। লালবাগের বাসায় আমার স্ত্রীসহ জাহিদ থাকত। গতকাল বিকেলে জাহিদকে বাসায় একা রেখে আমরা বাইরে ঘুরতে যাই। রাত ৮টার দিকে বাসায় ফিরে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে জাহিদকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। 

মিলন আরও জানায়, এর আগে জাহিদ তাঁর ভাবিকে বলেছিল সে একটি মেয়েকে ভালোবাসে। জাহিদের বন্ধুদের কাছে জানতে পেরেছি ফেসবুকে হতাশাজনক একটি পোস্ট দিয়েছে। ফোনটি লক থাকায় কিছুই দেখতে পারিনি। ফোনটি পুলিশের হেফাজতে আছে। ওপেন করলে সব পরিষ্কার হয়ে যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত