গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৭ কেজি ওজনের সিলভার কার্প মাছ। পরে মাছটি ১১ হাজার ৩৭৫ টাকায় বিক্রি হয়। আজ শনিবার সকালে ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদী থেকে মাছটি ধরেন জাফরগঞ্জ এলাকার স্বদেব হালদার।
মাছটি বিক্রির জন্য স্বদেব হালদার সকাল ৯টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত মোহন মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সেখান থেকে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৬৫০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৩৭৫ টাকা দিয়ে মাছটি কেনেন। সে সময় মাছটি একনজর দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা।
মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, সিলভার কার্প মাছটি আড়ত থেকে কিনে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। ১০০ থেকে ২০০ টাকা কেজিতে লাভ পেলে মাছটি বিক্রি করা হবে।
জেলে স্বদেব হালদার বলেন, ‘আমরা শনিবার খুব ভোরে মাছ ধরতে নদীতে যাই। দীর্ঘক্ষণ জাল ফেলে কিছু না পেয়ে হতাশ হই। সকাল ৭টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর বেশ বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি।’
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, এখন মাঝেমধ্যে পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়বে। পানি বাড়ার কারণে এ ধরনের মাছ নদীতে পাওয়া যাবে।
টিপু সুলতান আরও বলেন, নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতল, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে। তবে সিলভার কার্প মূলত পুকুরের মাছ। এই মাছ নদীতে ধরা পড়ায় অনেকেই অবাক হয়েছেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে বংশ বৃদ্ধি পাওয়াসহ এই মাছ আরও বেশি পাওয়া যাবে।
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৭ কেজি ওজনের সিলভার কার্প মাছ। পরে মাছটি ১১ হাজার ৩৭৫ টাকায় বিক্রি হয়। আজ শনিবার সকালে ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদী থেকে মাছটি ধরেন জাফরগঞ্জ এলাকার স্বদেব হালদার।
মাছটি বিক্রির জন্য স্বদেব হালদার সকাল ৯টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত মোহন মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সেখান থেকে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৬৫০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৩৭৫ টাকা দিয়ে মাছটি কেনেন। সে সময় মাছটি একনজর দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা।
মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, সিলভার কার্প মাছটি আড়ত থেকে কিনে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। ১০০ থেকে ২০০ টাকা কেজিতে লাভ পেলে মাছটি বিক্রি করা হবে।
জেলে স্বদেব হালদার বলেন, ‘আমরা শনিবার খুব ভোরে মাছ ধরতে নদীতে যাই। দীর্ঘক্ষণ জাল ফেলে কিছু না পেয়ে হতাশ হই। সকাল ৭টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর বেশ বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি।’
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, এখন মাঝেমধ্যে পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়বে। পানি বাড়ার কারণে এ ধরনের মাছ নদীতে পাওয়া যাবে।
টিপু সুলতান আরও বলেন, নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতল, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে। তবে সিলভার কার্প মূলত পুকুরের মাছ। এই মাছ নদীতে ধরা পড়ায় অনেকেই অবাক হয়েছেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে বংশ বৃদ্ধি পাওয়াসহ এই মাছ আরও বেশি পাওয়া যাবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন বলেন, সেলীম রেজা ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মামলার চার্জশিট
৪ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
২২ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
২৬ মিনিট আগে