ঢাকা কলেজের বাসে ঢিলের জেরে সংঘর্ষ, আহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৬: ৫৭
Thumbnail image

রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষের ঘটনায় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার বিষয় জানতে চাইলে ডিএমপির নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বলেন, ‘এ বিষয়ে এখন কিছু বলতে পারব না। পরে ফোন করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।’ 

জানা গেছে, আজ দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ঢাকা কলেজের বিজয় ’৭১ নামের একটি বাস ক্যাম্পাসে ফিরছিল। পথে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন। এ ঘটনায় বাসটির জানালা ও পেছনের কাচ ভেঙে যায়। তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়েছে, তা জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত