জাবি সংবাদদাতা
বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিক স্বর্ণা দাশ ও জয়ন্ত কুমারসহ অব্যাহতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনসংলগ্ন মুরাদ চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। মিছিলে শিক্ষার্থীদের ‘ফেলানী থেকে স্বর্ণা দাশ, সীমন্তে আর কত লাশ’, ‘ভারতীয় সীমান্তে আগ্রাসন, রুখে দেবে জনগণ’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূর এ তামিম স্রোতের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি। তিনি বলেন, ‘আমরা দেখছি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই সম্প্রীতির সম্পর্ক নয়। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই সম্বন্ধটি একটি অসম্মানজনক সম্পর্ক। ভারত যুক্তিসংগত পানি হিস্যা চুক্তি না মেনে আমাদের প্রয়োজনীয় সময়ে তিস্তা ও ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সবগুলো বাঁধের পানি বন্ধ করে দিয়ে ফসলের ক্ষতি করে, আবার অপ্রয়োজনীয় সময়ে পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যায় ডুবিয়ে দেয়।’
তাপসী আরও বলেন, ‘তারা সীমন্তে মানুষকে নির্মমভাবে হত্যা করে। গত দুই সপ্তাহে দুজন শিশুকে হত্যা করেছে। গত সপ্তাহে স্বর্ণা দাশ এবং আজ জয়ন্ত কুমার। শেখ হাসিনার সরকার নরেন্দ্র মোদির সরকারকে সর্বদা তেলমর্দন করে এসেছে। আমাদের অন্তর্বর্তী সরকারের তো এটি করার কথা নয়। এই অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্র-জনতা কি সীমন্তে আমাদের ভাই-বোনদের লাশ দেখার জন্য এই সরকারকে রক্ত বিসর্জন দিয়ে ক্ষমতায় বসিয়েছে?’
তিনি আরও বলেন, ‘যখন এ দেশের শিশুদের লাশ কাঁটাতারে ঝুলে থাকে, তখন পররাষ্ট্র উপদেষ্টা আসলে কী করেন? মোদির সরকার বাংলাদেশের মানুষকে যে মানুষ মনে করে না, সেটি বোঝা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবিলম্বে বাংলাদেশ-ভারতের সমস্ত অসম চুক্তি পুনঃসংস্কার করতে হবে। ভারতীয় সরকারের সাম্রাজ্যবাদ, আগ্রাসনবাদ বাংলাদের নাগরিকেরা মেনে নেবে না। শেখ হাসিনা যে পথে গেছে, খুনি মোদিকেও সেই পথে যেতে হবে।’
বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিক স্বর্ণা দাশ ও জয়ন্ত কুমারসহ অব্যাহতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনসংলগ্ন মুরাদ চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। মিছিলে শিক্ষার্থীদের ‘ফেলানী থেকে স্বর্ণা দাশ, সীমন্তে আর কত লাশ’, ‘ভারতীয় সীমান্তে আগ্রাসন, রুখে দেবে জনগণ’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূর এ তামিম স্রোতের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি। তিনি বলেন, ‘আমরা দেখছি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই সম্প্রীতির সম্পর্ক নয়। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই সম্বন্ধটি একটি অসম্মানজনক সম্পর্ক। ভারত যুক্তিসংগত পানি হিস্যা চুক্তি না মেনে আমাদের প্রয়োজনীয় সময়ে তিস্তা ও ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সবগুলো বাঁধের পানি বন্ধ করে দিয়ে ফসলের ক্ষতি করে, আবার অপ্রয়োজনীয় সময়ে পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যায় ডুবিয়ে দেয়।’
তাপসী আরও বলেন, ‘তারা সীমন্তে মানুষকে নির্মমভাবে হত্যা করে। গত দুই সপ্তাহে দুজন শিশুকে হত্যা করেছে। গত সপ্তাহে স্বর্ণা দাশ এবং আজ জয়ন্ত কুমার। শেখ হাসিনার সরকার নরেন্দ্র মোদির সরকারকে সর্বদা তেলমর্দন করে এসেছে। আমাদের অন্তর্বর্তী সরকারের তো এটি করার কথা নয়। এই অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্র-জনতা কি সীমন্তে আমাদের ভাই-বোনদের লাশ দেখার জন্য এই সরকারকে রক্ত বিসর্জন দিয়ে ক্ষমতায় বসিয়েছে?’
তিনি আরও বলেন, ‘যখন এ দেশের শিশুদের লাশ কাঁটাতারে ঝুলে থাকে, তখন পররাষ্ট্র উপদেষ্টা আসলে কী করেন? মোদির সরকার বাংলাদেশের মানুষকে যে মানুষ মনে করে না, সেটি বোঝা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবিলম্বে বাংলাদেশ-ভারতের সমস্ত অসম চুক্তি পুনঃসংস্কার করতে হবে। ভারতীয় সরকারের সাম্রাজ্যবাদ, আগ্রাসনবাদ বাংলাদের নাগরিকেরা মেনে নেবে না। শেখ হাসিনা যে পথে গেছে, খুনি মোদিকেও সেই পথে যেতে হবে।’
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
২৯ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে