জবি প্রতিনিধি
কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আহম্মদ আলী। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। আজ সোমবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহম্মদ আলীর সহপাঠীরা জানান, আহম্মদ আলী খুবই ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে কখনো তার খারাপ সম্পর্ক ছিল না। দীর্ঘদিন ধরে সে অসুস্থ ছিল।
বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘আহম্মদ আলীর মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমাদের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা তার বাসায় গেছে ও তার পরিবারের পাশে আছে। আহম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘আহম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমরা তার পাশে ছিলাম। তার এই মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা তার পরিবারের পাশে দাঁড়াব।’
কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আহম্মদ আলী। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। আজ সোমবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহম্মদ আলীর সহপাঠীরা জানান, আহম্মদ আলী খুবই ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে কখনো তার খারাপ সম্পর্ক ছিল না। দীর্ঘদিন ধরে সে অসুস্থ ছিল।
বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘আহম্মদ আলীর মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমাদের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা তার বাসায় গেছে ও তার পরিবারের পাশে আছে। আহম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘আহম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমরা তার পাশে ছিলাম। তার এই মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা তার পরিবারের পাশে দাঁড়াব।’
সুনামগঞ্জের ছাতকে বিপুল পরিমাণে ভারতীয় চোরাই পণ্যসহ ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে ছাতক লঞ্চঘাট থেকে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে উৎপাদনে লোকসানের মুখে পড়ায় ন্যায্যমূল্যের দাবিতে সড়কে পেঁয়াজ ছিটিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার খলিশাকুন্ডি বাজারে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এসব কর্মসূচি পালন করা হয়।
২০ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে সড়ক সংস্কারে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার কয়েন বাজার থেকে মেরিগাছা অভিমুখে আঞ্চলিক সড়কের দুই কিলোমিটার সংস্কারকাজে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেমুচলেকা দিয়েও বিনা ছুটিতে বিদেশ যাওয়া বন্ধ করেননি নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুস সাত্তার। আবারও ছুটি না নিয়েই সৌদি আরব গেছেন তিনি। এমনকি যাওয়ার আগে তাঁর দায়িত্ব কাউকে বুঝিয়েও দেননি।
৩৭ মিনিট আগে