কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ কারখানায় অবাধে তৈরি করা হচ্ছে সরকারঘোষিত নিষিদ্ধ পলিথিন। এ ছাড়া পলিথিন কারখানা থেকে অনবরত ছড়াচ্ছে বিষাক্ত অদৃশ্য গ্যাস। এতে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনজীবন। তাই দ্রুত নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানাটি উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, কয়েক মাস আগে কালিয়াকৈর পালপাড়া এলাকায় জাহাঙ্গীর ও আলমগীর গংদের জমি ভাড়া নিয়ে নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানা গড়ে তোলেন বহিরাগত আবুল কালাম নামের এক ব্যক্তি। তিনি পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করে নিষিদ্ধ পলিথিন কারখানাটি চালাচ্ছেন বলেও জানিয়েছেন জমির মালিক জাহাঙ্গীর আলম।
কারখানা সূত্রে জানা গেছে, প্রথমে পুরোনো প্লাস্টিক, কনটেইনারসহ বিভিন্ন ভাঙারি আসবাব থেকে পলিথিন তৈরির কাঁচামাল উৎপাদন করা হয়। পরে ওই কাঁচামাল গলিয়ে পলিথিনে রূপান্তর করা হয়। আর এই কাজ করতে সৃষ্টি হয় এক অদৃশ্য ক্ষতিকর গ্যাসের।
জানা গেছে, ওই কারখানায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন তৈরি করা হয়। এসব পলিথিন দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করা হচ্ছে। কারখানার পলিথিন তৈরির গন্ধ ও দূষিত বাতাসে শ্বাসপ্রশ্বাস, চর্মরোগ, লিভার, কিডনি ড্যামেজসহ সৃষ্টি হতে পারে প্রাণঘাতী ক্যানসারের। সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু, বৃদ্ধা ও গর্ভবতী নারীরা। ওই এলাকার বেশির ভাগ লোক সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তাঁরা ভয়ে কিছু বলতে পারেন না বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র না থাকার বিষয়টি স্বীকার করে কারখানার মালিক আবুল কালাম মোবাইল ফোনে বলেন, ‘পলিথিনের ব্যাগ সব জায়গায় চলে। সারা দেশে পলিথিন উৎপাদন করা হচ্ছে, আমিও করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও কাউছার আহাম্মেদ বলেন, ‘নিষিদ্ধ পলিথিনের কারখানার খবর পেয়ে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। তবে আমরা ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অচিরেই অভিযান চালিয়ে ওই কারখানা উচ্ছেদ করব।’
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ কারখানায় অবাধে তৈরি করা হচ্ছে সরকারঘোষিত নিষিদ্ধ পলিথিন। এ ছাড়া পলিথিন কারখানা থেকে অনবরত ছড়াচ্ছে বিষাক্ত অদৃশ্য গ্যাস। এতে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনজীবন। তাই দ্রুত নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানাটি উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, কয়েক মাস আগে কালিয়াকৈর পালপাড়া এলাকায় জাহাঙ্গীর ও আলমগীর গংদের জমি ভাড়া নিয়ে নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানা গড়ে তোলেন বহিরাগত আবুল কালাম নামের এক ব্যক্তি। তিনি পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করে নিষিদ্ধ পলিথিন কারখানাটি চালাচ্ছেন বলেও জানিয়েছেন জমির মালিক জাহাঙ্গীর আলম।
কারখানা সূত্রে জানা গেছে, প্রথমে পুরোনো প্লাস্টিক, কনটেইনারসহ বিভিন্ন ভাঙারি আসবাব থেকে পলিথিন তৈরির কাঁচামাল উৎপাদন করা হয়। পরে ওই কাঁচামাল গলিয়ে পলিথিনে রূপান্তর করা হয়। আর এই কাজ করতে সৃষ্টি হয় এক অদৃশ্য ক্ষতিকর গ্যাসের।
জানা গেছে, ওই কারখানায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন তৈরি করা হয়। এসব পলিথিন দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করা হচ্ছে। কারখানার পলিথিন তৈরির গন্ধ ও দূষিত বাতাসে শ্বাসপ্রশ্বাস, চর্মরোগ, লিভার, কিডনি ড্যামেজসহ সৃষ্টি হতে পারে প্রাণঘাতী ক্যানসারের। সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু, বৃদ্ধা ও গর্ভবতী নারীরা। ওই এলাকার বেশির ভাগ লোক সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তাঁরা ভয়ে কিছু বলতে পারেন না বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র না থাকার বিষয়টি স্বীকার করে কারখানার মালিক আবুল কালাম মোবাইল ফোনে বলেন, ‘পলিথিনের ব্যাগ সব জায়গায় চলে। সারা দেশে পলিথিন উৎপাদন করা হচ্ছে, আমিও করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও কাউছার আহাম্মেদ বলেন, ‘নিষিদ্ধ পলিথিনের কারখানার খবর পেয়ে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। তবে আমরা ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অচিরেই অভিযান চালিয়ে ওই কারখানা উচ্ছেদ করব।’
ঈদযাত্রায় সাত দিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ২৮ মার্চ এক দিনে সর্বোচ্চ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়। সাত দিনে মোট টোল আদায় হয়েছে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকা।
১১ মিনিট আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত ঈদ আনন্দমিছিল ও ঈদের জামাত বিপুল জনসমাগমে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
৩২ মিনিট আগেদোয়া শেষে ইমাম ইমদাদুল হককে ঘিরে ধরেন সাবেক যুবদল নেতা সৈকত হাসান ইকবাল ও তাঁর অনুসারীরা। অনুরোধের পরেও দোয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করার কারণ জানতে চান তাঁরা। একপর্যায়ে ইমামের সঙ্গে সৈকত হাসান উচ্চবাচ্য করেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। পরে অন্য মুসল্লিদের প্রতিবাদের মুখে
৩৮ মিনিট আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন চাকার যান টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে