নামীদামি ব্যান্ডের মোড়কে নকল প্রসাধনী, বিক্রি হতো প্রত্যন্ত অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১৬: ২৭

রাজধানীর পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় আসল পণ্যের মোড়ক ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ। গোয়েন্দা পুলিশ বলছে, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এ সকল প্রসাধনী তৈরি করে দেশের প্রত্যন্ত এলাকায় বিক্রি করতেন এই ব্যক্তিরা। ফলে আসল পণ্য বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হতো এবং চক্রের সদস্যরা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মহিউদ্দিন ওরফে সাগর (৩৪), মো. নাজিম হোসেন (২৫), এমকে পারভেজ (৫২), মো. আনোয়ার হোসেন (২৪) ও মো. উজ্জ্বল হোসেন মুকুল (৩০)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে নকল প্রসাধনী তৈরির মেশিন ও সরঞ্জাম এবং দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য কোম্পানির নামীদামি ব্যান্ডের ইতালিয়ান স্কিন অলিভ ওয়েল, ব্রেস্ট ক্রিম, মেহেদি, লুজ অলিভ ওয়েল, ক্যাস্টর ওয়েল, গ্লিসারিন, হেয়ার রিমুভার ক্রিমসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ করা এ সব প্রসাধনীর বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ। 

হারুন অর রশীদ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে নকল প্রসাধনী উৎপাদন চক্রের এই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ চক্রটি অধিক মুনাফা লাভের আশায় দেশের নামকরা বিভিন্ন নামীদামি ব্যান্ডের মোড়কে ভেজাল প্রসাধনী দ্রব্য উৎপাদন ও বিপণন করত।’ 

নকল প্রসাধনী বাজারে ছাড়ার সময়ে চক্রটি ভেজাল প্রসাধনীগুলো অনিবন্ধিত ট্রেডমার্ক, নকল প্রতীক, নকল বিএসটিআই (লোগো) মোড়ক ব্যবহার করে তৈরি ও বিপণন করত। ভেজাল প্রসাধনী সামগ্রী ব্যবহারের ফলে সাধারণ ভোক্তাদের স্কিন ক্যানসারসহ নানা রোগ ছাড়াচ্ছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ। 

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত