Ajker Patrika

৯৯৯–এ কল, পাহাড়ে পথ হারানো চার তরুণ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৯৯৯–এ কল, পাহাড়ে পথ হারানো চার তরুণ উদ্ধার 

কুমিল্লা থেকে চার বন্ধু মিলে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাইপাহাড়ের ম্যালকুম ট্রেইলে ঘুরতে গিয়েছিলেন। ঘুরতে ঘুরতে অনেকগুলো ছোট–বড় পাহাড় পাড়ি দিয়ে, ঝিরিপথে ঘুরে, ঝরনা দেখে ফেরার পথে পথ হারিয়ে ফেলেন তাঁরা। যে জায়গায় তাঁরা ছিলেন সেখানে মোবাইল ফোনের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছিল না। যার কারণে গুগল ম্যাপের সাহায্য নিতে পারেননি তাঁরা। ঘণ্টা তিনেক ঘুরে উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে সাহায্য চান তাঁরা।

গতকাল মঙ্গলবার বিকেলে চার বন্ধুদের একজন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আদনান সামির (২০) কল পেয়ে পাহাড় থেকে তাদের উদ্ধার করে পুলিশ। 
আজ বুধবার বিকেলে ৯৯৯ সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 

আনোয়ার সাত্তার বলেন, কলার ৯৯৯–এ কল করে বলেন, তাঁরা ঘুরতে ঘুরতে ক্লান্ত পরিশ্রান্ত, তিনি তাঁদের উদ্ধারের ব্যবস্থা নিতে ৯৯৯–এর কাছে অনুরোধ জানান।   
৯৯৯–এর কনস্টেবল শায়লা শারমিন কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল শায়লা তাৎক্ষণিকভাবে জোরারগঞ্জ থানায় বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরবর্তীতে ৯৯৯ ডিস্পাচার এস আই রেজাউল করিম সংশ্লিষ্ট থানা–পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধারে কাজ শুরু করেন। 

খবর পেয়ে জোরারগঞ্জ থানা–পুলিশের একটি দল থানা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত সোনাইপাহাড়ের ম্যালকুম ট্রেইল থেকে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজি করে চার তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত