কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করার অভিযোগ তুলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কান্দি ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে ওসি জিল্লুর রহমান বলেন, আবির অধিকারী নামে এক ফেসবুক আইডি থেকে মহানবীকে ‘কটূক্তি করা’ হয়। এই ঘটনায় পাশের বরিশালের উজিরপুরের সাতলাগ্রামসহ আশপাশের এলাকা থেকে লোকজন আবির অধিকারী নামে উত্তরকান্দি গ্রামের এক বাসিন্দার ও তাদের পাশের মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে।
উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে আবির ৭ বছর আগে ভারত চলে যায়। আবির অধিকারীর চাচাতো ভাই রঞ্জন অধিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর আগে কান্দি উচ্চ বিদ্যালয় থেকে আবির অধিকারী এসএসসি পাশ করে ভারত চলে যায়। ৩ মাস আগে আবিরের মা ও ভাই বোন এবং একসপ্তাহ আগে তার বাবা অনাদী অধিকারী বাড়ি ঘর, জমিজমা বিক্রি করে ভারত চলে গেছে।’
আবির অধিকারীর আরেক চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, ‘আবির অধিকারী ফেসবুক কিছু লিখেছে কিনা আমরা জানি না। কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎ করে ৪/৫ শত লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে রয়েছি।’
এবিষয়ে কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য নিন্দনীয়। কিন্তু আবির অধিকারীর বাড়ির তিনটি পরিবারের উপর যে হামলা হয়েছে তা একজন মুসলিম হিসেবে আমি সমর্থন করি না।
‘তবে আমি আবির অধিকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’
মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করার অভিযোগ তুলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কান্দি ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে ওসি জিল্লুর রহমান বলেন, আবির অধিকারী নামে এক ফেসবুক আইডি থেকে মহানবীকে ‘কটূক্তি করা’ হয়। এই ঘটনায় পাশের বরিশালের উজিরপুরের সাতলাগ্রামসহ আশপাশের এলাকা থেকে লোকজন আবির অধিকারী নামে উত্তরকান্দি গ্রামের এক বাসিন্দার ও তাদের পাশের মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে।
উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে আবির ৭ বছর আগে ভারত চলে যায়। আবির অধিকারীর চাচাতো ভাই রঞ্জন অধিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর আগে কান্দি উচ্চ বিদ্যালয় থেকে আবির অধিকারী এসএসসি পাশ করে ভারত চলে যায়। ৩ মাস আগে আবিরের মা ও ভাই বোন এবং একসপ্তাহ আগে তার বাবা অনাদী অধিকারী বাড়ি ঘর, জমিজমা বিক্রি করে ভারত চলে গেছে।’
আবির অধিকারীর আরেক চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, ‘আবির অধিকারী ফেসবুক কিছু লিখেছে কিনা আমরা জানি না। কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎ করে ৪/৫ শত লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে রয়েছি।’
এবিষয়ে কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য নিন্দনীয়। কিন্তু আবির অধিকারীর বাড়ির তিনটি পরিবারের উপর যে হামলা হয়েছে তা একজন মুসলিম হিসেবে আমি সমর্থন করি না।
‘তবে আমি আবির অধিকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’
ঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী..
১ মিনিট আগেনগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগে