নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীতে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রোববার ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনার প্রতিশোধ নিতে আজ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পাল্টা হামলা চালায়।
বেলা ১টা পর্যন্ত মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। শুরুতে হামলাকারীরা কোনো বাধার মুখে না পড়লেও, পরে এলাকাবাসী ও মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী বিজয় আহমেদ বলেন, গতকাল আমাদের কলেজে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তাই আমরা প্রতিশোধ নিতে এসেছি। মোল্লা কলেজে যা পেয়েছি, তা নিয়ে এসেছি।
অন্যদিকে আন্দোলনরত সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন সময়মতো ব্যবস্থা নেয়নি বলেই তারা আজকের কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
ওয়ারী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মফিজুল ইসলাম বলেন, মোল্লা কলেজের সামনে পরিস্থিতি উত্তপ্ত। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমান শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, গতকালের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘটনাটি তদন্ত করবে।
এই সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তেজনার নতুন অধ্যায় সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের উসকানিমূলক কর্মকাণ্ড ও প্রশাসনের নির্লিপ্ততা পরিস্থিতি আরও জটিল করেছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রোববার ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনার প্রতিশোধ নিতে আজ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পাল্টা হামলা চালায়।
বেলা ১টা পর্যন্ত মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। শুরুতে হামলাকারীরা কোনো বাধার মুখে না পড়লেও, পরে এলাকাবাসী ও মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী বিজয় আহমেদ বলেন, গতকাল আমাদের কলেজে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তাই আমরা প্রতিশোধ নিতে এসেছি। মোল্লা কলেজে যা পেয়েছি, তা নিয়ে এসেছি।
অন্যদিকে আন্দোলনরত সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন সময়মতো ব্যবস্থা নেয়নি বলেই তারা আজকের কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
ওয়ারী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মফিজুল ইসলাম বলেন, মোল্লা কলেজের সামনে পরিস্থিতি উত্তপ্ত। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমান শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, গতকালের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘটনাটি তদন্ত করবে।
এই সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তেজনার নতুন অধ্যায় সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের উসকানিমূলক কর্মকাণ্ড ও প্রশাসনের নির্লিপ্ততা পরিস্থিতি আরও জটিল করেছে।
আত্মসমর্পণকৃত বনদস্যুরা সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন হয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মৎস্যজীবীদের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর প্রেস ক্লাবে এই কর্মসূচি পালিত হয়। সুন্দরবনে যাতায়াতকারী জেলে ও তাদের পরিবারের সদস্যসহ বিএনপি ও জামায়াত ইসলাম দলীয়
১০ মিনিট আগেমানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
২৩ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগে