নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ঢাকা মহানগর আদালতে আনা হয়। রিমান্ড শুনানির সময় তাঁর ছেলে তানজির ইসলাম অদিত নিয়ম বহির্ভুতভাবে লাল কাপড়ে ঘেরা এজলাস কক্ষে উপস্থিত ছিলেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুনের সাহায্যে তিনি সেখানে প্রবেশ করেন বলে জানা গেছে।
এ সময় এজলাস কক্ষে তাঁর ছেলের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ ঘটনায় নাজিরের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। তাঁর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে।
আজ সকাল ৯টার দিকে মামলার শুনানি শুরু হলে এ সময় এজলাসের পেছনে একপাশে দাঁড়ানো ছিলেন কামরুল ইসলামের ছেলে তানজির। শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আপত্তি জানান। তাঁরা বলেন, আসামির ছেলে ওখানে কী করছেন। তিনি কীভাবে সেখানে গেলেন। তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
একটি সূত্র জানায়, কামরুল ইসলামের ছেলে ঢাকার মহানগর দায়রা আদালতের নাজির শাহ মো. মামুনের সহযোগিতায় এজলাসে প্রবেশ করেন। সেখানে দাঁড়িয়ে বাবার রিমান্ডের আবেদনের ওপর শুনানি শোনেন। নাজির মামুনও সেখানে উপস্থিত থেকে আসামি কামরুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সালাম বিনিময় করেন।
শুনানি শেষে আদালত কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মারজিয়া হীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর একটি অভিযোগ দিয়ে আদালতের নাজির মামুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
আবেদনে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিপক্ষে থাকা কামরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তার ছেলেকে মহানগর দায়রা আদালতের নাজির মামুন আদালতের লাল কাপড়ে ঘেরা এজলাসের ভেতরে নিয়ে যান। সেখানে কেবল ম্যাজিস্ট্রেট, বিচারক, আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকতে পারবেন।
নাজির মামুন ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কামরুল ইসলামের নির্বাচনী এলাকায় তার পক্ষে কাজ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অ্যাডভোকেট মারজিয়া হিরা অভিযোগ দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নাজিরের কার্যালয় ভাঙচুর
এই ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীরা বেলা ১টা ৩০ মিনিটের দিকে মহানগর দায়রা আদালত ভবনে নাজিরের কার্যালয় ভাঙচুর করেন। পরে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেনকেও বিষয়টি অবহিত করেন। মহানগর দায়রা জজ বিভাগীয় ব্যবস্থা নেবেন বলে আইনজীবীদের আশ্বাস দেন।
রাজধানীর নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ঢাকা মহানগর আদালতে আনা হয়। রিমান্ড শুনানির সময় তাঁর ছেলে তানজির ইসলাম অদিত নিয়ম বহির্ভুতভাবে লাল কাপড়ে ঘেরা এজলাস কক্ষে উপস্থিত ছিলেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুনের সাহায্যে তিনি সেখানে প্রবেশ করেন বলে জানা গেছে।
এ সময় এজলাস কক্ষে তাঁর ছেলের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ ঘটনায় নাজিরের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। তাঁর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে।
আজ সকাল ৯টার দিকে মামলার শুনানি শুরু হলে এ সময় এজলাসের পেছনে একপাশে দাঁড়ানো ছিলেন কামরুল ইসলামের ছেলে তানজির। শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আপত্তি জানান। তাঁরা বলেন, আসামির ছেলে ওখানে কী করছেন। তিনি কীভাবে সেখানে গেলেন। তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
একটি সূত্র জানায়, কামরুল ইসলামের ছেলে ঢাকার মহানগর দায়রা আদালতের নাজির শাহ মো. মামুনের সহযোগিতায় এজলাসে প্রবেশ করেন। সেখানে দাঁড়িয়ে বাবার রিমান্ডের আবেদনের ওপর শুনানি শোনেন। নাজির মামুনও সেখানে উপস্থিত থেকে আসামি কামরুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সালাম বিনিময় করেন।
শুনানি শেষে আদালত কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মারজিয়া হীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর একটি অভিযোগ দিয়ে আদালতের নাজির মামুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
আবেদনে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিপক্ষে থাকা কামরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তার ছেলেকে মহানগর দায়রা আদালতের নাজির মামুন আদালতের লাল কাপড়ে ঘেরা এজলাসের ভেতরে নিয়ে যান। সেখানে কেবল ম্যাজিস্ট্রেট, বিচারক, আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকতে পারবেন।
নাজির মামুন ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কামরুল ইসলামের নির্বাচনী এলাকায় তার পক্ষে কাজ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অ্যাডভোকেট মারজিয়া হিরা অভিযোগ দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নাজিরের কার্যালয় ভাঙচুর
এই ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীরা বেলা ১টা ৩০ মিনিটের দিকে মহানগর দায়রা আদালত ভবনে নাজিরের কার্যালয় ভাঙচুর করেন। পরে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেনকেও বিষয়টি অবহিত করেন। মহানগর দায়রা জজ বিভাগীয় ব্যবস্থা নেবেন বলে আইনজীবীদের আশ্বাস দেন।
বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
১ মিনিট আগেনারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
১ ঘণ্টা আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত
১ ঘণ্টা আগে