আদাবর থানা থেকে মাদক মামলার আসামির পলায়ন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর আদাবর থানার হাজতখানার ভেতর থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম লাবনী আক্তার (২০)। তাকে গতকাল শুক্রবার দুপুরে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। দায়িত্ব অবহেলার কারণে সেসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ঊর্ধ্বতন এক কর্মকর্তা। 

আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, ভোর রাতে এক নারী আসামি পালিয়েছে। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রুতই গ্রেপ্তার হবে। এই নারীর বিরুদ্ধে মিরপুর থানায় মাদক মামলা রয়েছে। নারীকে গ্রেপ্তারের পর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে আদাবর থানায়। 

এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার পদের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে। সেই সঙ্গে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল শুক্রবার দুপুরে আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তারকে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে পাঠানোর জন্য রাতে আসামিকে থানার হাজতখানায় রাখা হয়। সকালে আদালতে পাঠাতে এসে পুলিশ আসামিকে খুঁজে না পেলে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত