কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে চীন মৈত্রী (পোস্তগোলা) সেতু অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চীন মৈত্রী সেতুতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন চালকেরা। তাতে ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কে দীর্ঘক্ষণ আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে সেতু পার হয়েছেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর চাঁদাবাজি বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চালকেরা। দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে অটোরিকশাচালকদের নেতা মো. মুন্না বলেন, ‘আমরা কেরানীগঞ্জ থেকে যাত্রী নিয়ে জুরাইন পোস্তগোলা যাই। জুরাইন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে একটি স্লিপ দিয়ে ৩০ টাকা চাঁদা নেওয়া হতো। কিন্তু আজ সকাল থেকে সেই চাঁদা ৬০ টাকা করা হয়। তাই আমরা এই চাঁদাবাজি বন্ধের দাবিতে অবরোধ করেছি। চাঁদাবাজি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির আজকের পত্রিকাকে বলেন, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধ্যায় উভয়পক্ষের উপস্থিতিতে আলোচনা করে বিষয়টি সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে চীন মৈত্রী (পোস্তগোলা) সেতু অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চীন মৈত্রী সেতুতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন চালকেরা। তাতে ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কে দীর্ঘক্ষণ আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে সেতু পার হয়েছেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর চাঁদাবাজি বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চালকেরা। দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে অটোরিকশাচালকদের নেতা মো. মুন্না বলেন, ‘আমরা কেরানীগঞ্জ থেকে যাত্রী নিয়ে জুরাইন পোস্তগোলা যাই। জুরাইন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে একটি স্লিপ দিয়ে ৩০ টাকা চাঁদা নেওয়া হতো। কিন্তু আজ সকাল থেকে সেই চাঁদা ৬০ টাকা করা হয়। তাই আমরা এই চাঁদাবাজি বন্ধের দাবিতে অবরোধ করেছি। চাঁদাবাজি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির আজকের পত্রিকাকে বলেন, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধ্যায় উভয়পক্ষের উপস্থিতিতে আলোচনা করে বিষয়টি সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের হিজলা উপজেলায় অবৈধ চিমনির ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নদীর পাড়ের ইটভাটায় অভিযান শুরু করে বেলা ১টার দিকে শেষ করে।
৮ মিনিট আগেআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী (১৪ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করবে বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে। আজ বৃহস্পতিবার ৬ মার্চ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
১১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে