ফের নারায়ণগঞ্জে মেয়র পদে আ.লীগের মনোনয়ন পেলেন আইভী   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ২১: ১৫
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২২: ২৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর আস্থা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই প্রার্থিতা চূড়ান্ত করা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। 

একই সঙ্গে টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা যুবলীগের সহসভাপতি ও টাঙ্গাইল চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভকে। তিনি টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের একমাত্র ছেলে।

 নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রার্থী হতে আইভী ছাড়াও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চারজনের মধ্যে আওয়ামী লীগ আইভীকেই বেছে নেয়।

দলটির এক নেতা বলেন, ‘আইভী দুই মেয়াদে নারায়ণগঞ্জে মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ে তাঁর বিরুদ্ধে তেমন কোনো বিতর্ক ওঠে নাই। দায়িত্ব পালনে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই দলের হাইকমান্ড তাঁর ওপর আস্থা রেখেছে। আশা করি নারায়ণগঞ্জের মানুষ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবে।’

জানতে চাইলে আইভী আজকের পত্রিকাকে বলেন, `দল আমাকে আবারও মনোনয়ন দেওয়ায় আমি দলীয় সভাপতি শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই।'

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, `তাঁরা সব সময় আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসে সমর্থন দিয়েছেন। তাঁদের সমর্থনের কারণে দল আমাকে আবার মনোনয়ন দিয়েছে। তাদের ভালোবাসা আমি সেবার মাধ্যমে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।'

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত