রূপগঞ্জে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৯: ৪২
আপডেট : ০৭ জুন ২০২২, ১৯: ৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে জহির নামে (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

নিহত জহির চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মুসলিম খানের ছেলে। তিনি বিদেশে যাওয়ার জন্য প্রাইভেট কারে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। 

আহত ব্যক্তিরা হলেন কাদির (২০), প্রাইভেট কারের চালক রুবেল (২৭), জাহাঙ্গীর (৩০) ও মিঠু (১৬)। ঘটনার পরপরই ট্রাকটি আটক করতে পারলেও পালিয়ে যান চালক। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে এশিয়ান হাইওয়েতে পেছন থেকে প্রাইভেট কারকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকি চারজনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকায় ভর্তি করা হয়। নিহত ব্যক্তির মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মজিবুর রহমান বলেন, প্রাইভেট কারকে ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত