সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এমনটিই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস না থাকায় অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে গন্তব্যের দিকে যাচ্ছেন যাত্রীরা।
অভিযোগ করে একাধিক যাত্রী জানান, সড়কে যাত্রী বেশি, তবে যানবাহনের সংখ্যা কম। এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার ও মাইক্রোবাসের মালিকেরা। তবুও দূরপাল্লার বাস না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হচ্ছে তাঁদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
অ্যাম্বুলেন্সে থাকা আরিফ নামে এক যাত্রী বলেন, ‘আমি চিটাগাং যাব। কিন্তু সড়কে বাস নেই। বাসের অপেক্ষায় দীর্ঘ তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। এখন বাধ্য হয়ে ৭০০ টাকার ভাড়ার বিপরীতে আরও অতিরিক্ত ৮০০ টাকা দিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি।’
মোস্তফা নামে আরেক যাত্রী বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে ফেনীতে যাব। কিন্তু আজ সকাল থেকে কোনো গাড়ি পাইনি। তাই এখন বিকল্পভাবে ভাড়া বেশি দিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি।’
এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দীন জানান, আজ সকাল থেকেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রী কম থাকায় হয়তো যানবাহন কম রয়েছে। তবে কী কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে তা তিনি জানেন না বলেও জানিয়েছেন।
ট্রাফিক পরিদর্শক আরও জানান, অ্যাম্বুলেন্সে বাড়তি ভাড়া দিয়ে যাত্রী পারাপারের বিষয়টি জানেন না তিনি। তবে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এমনটিই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস না থাকায় অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে গন্তব্যের দিকে যাচ্ছেন যাত্রীরা।
অভিযোগ করে একাধিক যাত্রী জানান, সড়কে যাত্রী বেশি, তবে যানবাহনের সংখ্যা কম। এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার ও মাইক্রোবাসের মালিকেরা। তবুও দূরপাল্লার বাস না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হচ্ছে তাঁদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
অ্যাম্বুলেন্সে থাকা আরিফ নামে এক যাত্রী বলেন, ‘আমি চিটাগাং যাব। কিন্তু সড়কে বাস নেই। বাসের অপেক্ষায় দীর্ঘ তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। এখন বাধ্য হয়ে ৭০০ টাকার ভাড়ার বিপরীতে আরও অতিরিক্ত ৮০০ টাকা দিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি।’
মোস্তফা নামে আরেক যাত্রী বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে ফেনীতে যাব। কিন্তু আজ সকাল থেকে কোনো গাড়ি পাইনি। তাই এখন বিকল্পভাবে ভাড়া বেশি দিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি।’
এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দীন জানান, আজ সকাল থেকেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রী কম থাকায় হয়তো যানবাহন কম রয়েছে। তবে কী কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে তা তিনি জানেন না বলেও জানিয়েছেন।
ট্রাফিক পরিদর্শক আরও জানান, অ্যাম্বুলেন্সে বাড়তি ভাড়া দিয়ে যাত্রী পারাপারের বিষয়টি জানেন না তিনি। তবে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
ঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
১১ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৪২ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১ ঘণ্টা আগে