Ajker Patrika

দেশে আইনের শাসন আছে বলেই জামিনে মুক্ত আছেন ড. ইউনূস: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২২: ০৭
দেশে আইনের শাসন আছে বলেই জামিনে মুক্ত আছেন ড. ইউনূস: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে আইনের শাসন আছে বলেই নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূস দণ্ডপ্রাপ্ত হয়েও আদালতের দেওয়া জামিনে মুক্ত আছেন।’ আজ বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘দেশে আইনের শাসন নেই’ শ্রম আইন লঙ্ঘনের দায়ে দণ্ডিত মুহাম্মদ ইউনূসের এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে ৭ এপ্রিল ঢাকায় এলে চারটি চুক্তি সই হবে। এর মধ্যে রয়েছে কারিগরি সহায়তার একটি চুক্তি এবং কৃষি, প্রতিরক্ষা ও ক্রীড়া খাতে তিনটি সমঝোতা স্মারক।

ব্রাজিলের মন্ত্রীর সঙ্গে ২৪ জন ব্যবসায়ীর একটি দল আসছে, এমনটা জানিয়ে মন্ত্রী বলেন, ব্রাজিল থেকে ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য আমদানি হলেও সেখানে বাংলাদেশ থেকে রপ্তানি কেমন হতে পারে, তা খুব একটা খতিয়ে দেখা হয়নি। দেশটির সঙ্গে ব্যাপক বাণিজ্য সম্পর্ক গড়ার সুযোগ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত