রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে কৃষক এনামুল হক শস্যচিত্রে নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন মানুষের হৃৎপিণ্ডের প্রতীক বা ভালোবাসার চিহ্ন। সবুজ আর বেগুনি ধান রোপণ করে জমিতে এমন চমৎকার নকশা ফুটিয়ে তুলেছেন তিনি। অসাধারণ এই দৃশ্য মুগ্ধ করছে মানুষকে। শুধু আশপাশের এলাকা নয়, দূর-দূরান্ত থেকেও নারী-পুরুষ আসছেন একটি বার এই শস্যচিত্র দেখতে।
কৃষক এনামুল হক উপজেলার বরমী ইউনিয়নের বেকাসাহারা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।
বেকাসাহারা গ্রামে গিয়ে দেখা যায়, উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পাশে এনামুলের ধানখেত। আশপাশের এলাকায় সবুজের সমারোহ। কৃষি মাঠ বোরোধানে ভরে গেছে। সড়কের পাশে একটি খেতের মাঝখানে সবুজ আর বেগুনি ধান রোপণ করে নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন মানবদেহের হৃৎপিণ্ডের প্রতীকী চিহ্ন। শস্যচিত্রটি বহু দূর থেকেই যে কারও চোখে পড়ে।
সড়কে চলাচলকারী যাত্রীরা রাস্তায় নেমে ধানখেতের কাছে গিয়ে মোবাইল ফোনে এই ‘হৃৎপিণ্ডে’র ছবি তুলছেন। আশ্চর্য এই শস্যচিত্র কৌতূহলের সৃষ্টি করেছে আশপাশের সবার মধ্যে। এমনকি এই শস্যচিত্র দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছেন। বিশেষ করে তরুণ-তরুণীরা খেতের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।
টেংরা গ্রামের সারফুল ইসলাম বলেন, কৃষক এনামুল প্রতিবছর ভিন্ন ধরনের কিছু একটা করেন। ধানখেতে মা, বাংলাদেশের মানচিত্র—এসব ফুটিয়ে তুলেছেন আগেও। এ বছর শস্যচিত্রে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মানুষের হৃৎপিণ্ড। অনেক মানুষ দেখতে আসছেন। ছবি তুলছেন।
গফরগাঁও উপজেলার শাহজালাল বলেন, রাস্তা দিয়ে যাচ্ছি। চোখে পড়ল এই চিত্র। মোটরসাইকেল থামিয়ে ছবি ওঠালাম। দেখতে খুবই চমৎকার। প্রশংসা না করে পারছি না।
সাবিনা আক্তার নামে একজন বলেন, এই রাস্তা ধরে যাচ্ছিলাম। হঠাৎ চোখের সামনে পড়ল এটি। মোটরসাইকেল থামিয়ে স্বামীর সঙ্গে ছবি ওঠালাম। দেখতে খুবই সুন্দর। যে কারও ভালো লাগবে।
কৃষক এনামুল হক জানান, দুই বছর আগে তিনি শস্যচিত্রে ফুটিয়ে তোলেন মা। এরপর মানচিত্র ফুটিয়ে তুলে বেশ আলোড়ন তৈরি করেছেন। এরপর শস্যচিত্রে ফুটিয়ে তুলেছেন মানবদেহের হৃৎপিণ্ড, যা অনেক বেশি আলোড়ন সৃষ্টি করবে বলে তাঁর ধারণা। তরুণ-তরুণীরা এসে ছবি তুলছেন।
এনামুল আরও জানান, স্থানীয় কৃষি অফিস থেকে বেগুনি ও ব্ল্যাক রাইস জাতের ধানবীজ সংগ্রহ করে বীজতলায় তৈরি করেন। এরপর ধানের চারা রোপণ করে এই শস্যচিত্র তৈরি করা হয়েছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, কৃষক এনামুল হক প্রতিবছর ভিন্ন ধরনের কিছু করেন। এ বছর তিনি ফসলের মাঠে শস্যচিত্রে মানবদেহের হৃৎপিণ্ড ফুটিয়ে তুলেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে কৃষক এনামুল হক শস্যচিত্রে নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন মানুষের হৃৎপিণ্ডের প্রতীক বা ভালোবাসার চিহ্ন। সবুজ আর বেগুনি ধান রোপণ করে জমিতে এমন চমৎকার নকশা ফুটিয়ে তুলেছেন তিনি। অসাধারণ এই দৃশ্য মুগ্ধ করছে মানুষকে। শুধু আশপাশের এলাকা নয়, দূর-দূরান্ত থেকেও নারী-পুরুষ আসছেন একটি বার এই শস্যচিত্র দেখতে।
কৃষক এনামুল হক উপজেলার বরমী ইউনিয়নের বেকাসাহারা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।
বেকাসাহারা গ্রামে গিয়ে দেখা যায়, উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পাশে এনামুলের ধানখেত। আশপাশের এলাকায় সবুজের সমারোহ। কৃষি মাঠ বোরোধানে ভরে গেছে। সড়কের পাশে একটি খেতের মাঝখানে সবুজ আর বেগুনি ধান রোপণ করে নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন মানবদেহের হৃৎপিণ্ডের প্রতীকী চিহ্ন। শস্যচিত্রটি বহু দূর থেকেই যে কারও চোখে পড়ে।
সড়কে চলাচলকারী যাত্রীরা রাস্তায় নেমে ধানখেতের কাছে গিয়ে মোবাইল ফোনে এই ‘হৃৎপিণ্ডে’র ছবি তুলছেন। আশ্চর্য এই শস্যচিত্র কৌতূহলের সৃষ্টি করেছে আশপাশের সবার মধ্যে। এমনকি এই শস্যচিত্র দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছেন। বিশেষ করে তরুণ-তরুণীরা খেতের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।
টেংরা গ্রামের সারফুল ইসলাম বলেন, কৃষক এনামুল প্রতিবছর ভিন্ন ধরনের কিছু একটা করেন। ধানখেতে মা, বাংলাদেশের মানচিত্র—এসব ফুটিয়ে তুলেছেন আগেও। এ বছর শস্যচিত্রে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মানুষের হৃৎপিণ্ড। অনেক মানুষ দেখতে আসছেন। ছবি তুলছেন।
গফরগাঁও উপজেলার শাহজালাল বলেন, রাস্তা দিয়ে যাচ্ছি। চোখে পড়ল এই চিত্র। মোটরসাইকেল থামিয়ে ছবি ওঠালাম। দেখতে খুবই চমৎকার। প্রশংসা না করে পারছি না।
সাবিনা আক্তার নামে একজন বলেন, এই রাস্তা ধরে যাচ্ছিলাম। হঠাৎ চোখের সামনে পড়ল এটি। মোটরসাইকেল থামিয়ে স্বামীর সঙ্গে ছবি ওঠালাম। দেখতে খুবই সুন্দর। যে কারও ভালো লাগবে।
কৃষক এনামুল হক জানান, দুই বছর আগে তিনি শস্যচিত্রে ফুটিয়ে তোলেন মা। এরপর মানচিত্র ফুটিয়ে তুলে বেশ আলোড়ন তৈরি করেছেন। এরপর শস্যচিত্রে ফুটিয়ে তুলেছেন মানবদেহের হৃৎপিণ্ড, যা অনেক বেশি আলোড়ন সৃষ্টি করবে বলে তাঁর ধারণা। তরুণ-তরুণীরা এসে ছবি তুলছেন।
এনামুল আরও জানান, স্থানীয় কৃষি অফিস থেকে বেগুনি ও ব্ল্যাক রাইস জাতের ধানবীজ সংগ্রহ করে বীজতলায় তৈরি করেন। এরপর ধানের চারা রোপণ করে এই শস্যচিত্র তৈরি করা হয়েছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, কৃষক এনামুল হক প্রতিবছর ভিন্ন ধরনের কিছু করেন। এ বছর তিনি ফসলের মাঠে শস্যচিত্রে মানবদেহের হৃৎপিণ্ড ফুটিয়ে তুলেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে।
বাৎসরিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে সিলেটের বেশ কয়েকটি এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তেত এ তথ্য জানানো হয়েছে।
৯ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম। আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১১ মিনিট আগেদ্বিপক্ষীয় পর্যটনের প্রচার, বাণিজ্য, প্রতিনিধিদলের আদান-প্রদান সহজ করার লক্ষ্যে এবং উভয় দেশের ভ্রমণকারী, প্রশিক্ষণ আদান- প্রদানের জন্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশ- আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
১৮ মিনিট আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মঈনের নেতৃত্বে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের গতকাল বুধবার মারামারি ও ভুল-বোঝাবুঝি ঘটনার সুরাহা হয়েছে। উভয় কলেজের শিক্ষার্থীরা, দুই কলেজের অধ্যক্ষ ও কলেজ প্রশাসনের বিভিন্ন স্তরের শিক্ষকদের উপস্থিতি এ ঘটনার সুরাহা করা হয়।
২০ মিনিট আগে