গজারিয়ায় সড়কের বিভাজকে প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন এক যাত্রী। আজ বুধবার উপজেলার বালুয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম আব্দুর রহিম (৫০)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে। আহত ব্যক্তি প্রাইভেটকার অজ্ঞাত পুরুষ যাত্রী (৪৫)। 

দুর্ঘটনার বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ‘নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িতে মহাসড়ক থেকে উদ্ধার করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।’ 

দুর্ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ বেলা ১১টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি সাদ্দাম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আসে। এ সময় প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারান। 

নিয়ন্ত্রণ হারানো প্রাইভেট কারটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে ঘটনাস্থলেই এর চালক মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা এক যাত্রী। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয় লোকজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত