Ajker Patrika

গ্রেপ্তার হয়নি আসামি, পরিবারকে ‘হুমকি’

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৯: ২৬
গ্রেপ্তার হয়নি আসামি, পরিবারকে ‘হুমকি’

নরসিংদীর রায়পুরায় তরুণীকে ধর্ষণের ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও আসামি ধরাছোঁয়ার বাইরে। এখন মামলা তুলে নিয়ে আপসের জন্য তরুণীর পরিবারকে ‘প্রস্তাব’ ও ‘হুমকি’ দেওয়ারও অভিযোগ উঠেছে। তবে মামলার পর থেকেই পলাতক রয়েছেন আসামি তৌহিদ (২০) ও তাঁর পরিবার। এদিকে পুলিশ বলছে, আসামি তৌহিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। 

গত ১৬ অক্টোবর দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যাওয়ার সময় ওই তরুণীকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান তৌহিদ। পরে ওই তরুণী বাড়ি এসে পরিবার ও প্রতিবেশীদের সামনে কান্নাকাটি করে ঘটনার বর্ণনা দেন। তরুণীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চাপ দেন তৌহিদ ও তাঁর পরিবার। তবে গত ২১ অক্টোবর সন্ধ্যায় তরুণীর পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় মামলা হয়। এরপর ওই তরুণীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়।

তরুণীর বাবা জানান, ‘মেয়ের বুদ্ধি কম। তৌহিদ প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। তবে এ ঘটনার পর পালিয়ে যায়। চেয়ারম্যান ও গ্রাম্য মাতুব্বরের সহায়তায় বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আপস-মীমাংসারও চেষ্টা করে তারা। ন্যায়বিচারের আশায় মামলা করি, কিন্তু ২০ দিন পার হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে।’

রায়পুরা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, ‘আসামির সন্ধান পাচ্ছি না। ভুক্তভোগীদের স্বজনদের মাধ্যমে খোঁজ নিতে বলছি।’ 
থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে মামলার তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত