নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আগে টিকিট না পাওয়া, সড়কে যানজট আর ভোগান্তিতে পড়তে হবে বলে যাঁরা ঢাকা ছাড়তে পারেননি, তাঁদের অনেকে ভিড় করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনগুলোতে ট্রেনের সব সিট যাত্রীতে পরিপূর্ণ। এর সঙ্গে আছে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীও।
কমলাপুর রেলওয়ে স্টেশনের তথ্য বলছে, মোট আসনের ২৫ ভাগ আসনবিহীন টিকিট বা স্ট্যান্ডিং বিক্রি করা হচ্ছে কমলাপুর কাউন্টার থেকে। যাত্রীরা স্টেশনের মূল ফটক থেকেও আসনবিহীন টিকিট কাটতে পারছেন।
ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ট্রেনগুলো ঈদের দিন ছুটিতে থাকায় কোনো শিডিউল জট নেই। আজ যাঁরা বাড়ি যাচ্ছেন তাঁরা ২০ তারিখ ট্রেনের টিকিট কেটেছেন। ঈদের দ্বিতীয় দিন বিধায় টিকিট প্রাপ্তি অন্য সময়ের চেয়ে একটু সহজ ছিল।
জয়ন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘ঈদের দিন ঢাকায় কাটালাম। আজ বাড়ি যাচ্ছি। ঈদের পরে জ্যামও কম থাকবে, ভোগান্তি কম হবে।’
মোহাম্মাদ শাহেদ নামে এক যাত্রী বলেন, ‘ঈদের আগের দিন বাসে যেতে চেয়েছিলাম বগুড়ায়। কিন্তু রাস্তায় হঠাৎ করে জ্যাম হলে আর বের হইনি। এখন স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি। খুব বেশি ভিড় হবে না, স্বস্তিতে যেতে পারব।’
আগামীকাল থেকে শুরু হবে ট্রেনের ফিরতি যাত্রা। এর আগে ২১ জুন ১ জুলাইয়ের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। ২২ জুন পাওয়া গেছে ২ জুলাইয়ের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন বিক্রি হয়েছে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের ফিরতি টিকিট।
ঈদের আগে টিকিট না পাওয়া, সড়কে যানজট আর ভোগান্তিতে পড়তে হবে বলে যাঁরা ঢাকা ছাড়তে পারেননি, তাঁদের অনেকে ভিড় করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনগুলোতে ট্রেনের সব সিট যাত্রীতে পরিপূর্ণ। এর সঙ্গে আছে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীও।
কমলাপুর রেলওয়ে স্টেশনের তথ্য বলছে, মোট আসনের ২৫ ভাগ আসনবিহীন টিকিট বা স্ট্যান্ডিং বিক্রি করা হচ্ছে কমলাপুর কাউন্টার থেকে। যাত্রীরা স্টেশনের মূল ফটক থেকেও আসনবিহীন টিকিট কাটতে পারছেন।
ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ট্রেনগুলো ঈদের দিন ছুটিতে থাকায় কোনো শিডিউল জট নেই। আজ যাঁরা বাড়ি যাচ্ছেন তাঁরা ২০ তারিখ ট্রেনের টিকিট কেটেছেন। ঈদের দ্বিতীয় দিন বিধায় টিকিট প্রাপ্তি অন্য সময়ের চেয়ে একটু সহজ ছিল।
জয়ন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘ঈদের দিন ঢাকায় কাটালাম। আজ বাড়ি যাচ্ছি। ঈদের পরে জ্যামও কম থাকবে, ভোগান্তি কম হবে।’
মোহাম্মাদ শাহেদ নামে এক যাত্রী বলেন, ‘ঈদের আগের দিন বাসে যেতে চেয়েছিলাম বগুড়ায়। কিন্তু রাস্তায় হঠাৎ করে জ্যাম হলে আর বের হইনি। এখন স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি। খুব বেশি ভিড় হবে না, স্বস্তিতে যেতে পারব।’
আগামীকাল থেকে শুরু হবে ট্রেনের ফিরতি যাত্রা। এর আগে ২১ জুন ১ জুলাইয়ের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। ২২ জুন পাওয়া গেছে ২ জুলাইয়ের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন বিক্রি হয়েছে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের ফিরতি টিকিট।
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
৪২ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে