Ajker Patrika

ছাত্রলীগ সম্পাদক ইনানের পেছনে দাঁড়ানো নিয়ে মারামারি, ঢাবির ৪ কর্মী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ০০
ছাত্রলীগ সম্পাদক ইনানের পেছনে দাঁড়ানো নিয়ে মারামারি, ঢাবির ৪ কর্মী বহিষ্কার

কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই হলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে এ ঘটনায় চারজনকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

আজ মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দুপুরের দিকে ঢাবির মধুর ক্যানটিনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সাময়িক বহিষ্কার হয়েছেন মাশফিউর রহমান, ফিরোজ আলম অপি, আব্দুল্লাহ আল মারুফ ও নিঝুম ইফতার। তাঁরা সবাই ঢাবির বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের কর্মী। 

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মধুর ক্যানটিনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে প্রটোকল ও সালাম দিয়ে পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার কর্মীরা সূর্যসেন হল শাখা কর্মীদের মারধর করেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। 
 
তাঁরা জানান, প্রথমে মধুর ক্যানটিনে ইনানের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে সূর্যসেন হল ও বিজয় একাত্তর হলের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ঘটনার মীমাংসা করে দিলে পরে হল থেকে আবার দেশীয় অস্ত্র এনে সূর্যসেন হলের নেতা-কর্মীদের মারধর করেন বিজয় একাত্তর হলের কর্মীরা। মারধরের এ ঘটনায় সূর্যসেন হলের উপদপ্তর সম্পাদক কামরুল হাসান ও কর্মী সাইদুর রহমান শান্তসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। 

বিজয় একাত্তর হলের ইনানের গ্রুপের নেতৃত্বদানকারী ও আসন্ন হল কমিটির শীর্ষ পদপ্রত্যাশী সাদিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইনান ভাইকে সালাম দিতে গেলে সূর্যসেন হলের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তাঁরা (সূর্যসেন) আমাদের (বিজয় একাত্তর) মাশফিউরকে আহত করেন। তবুও আমরা নিজেদের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখি। কিন্তু সূর্যসেন হলের নেতা-কর্মীরা আমাদের নিয়ে স্লেজিং (বিদ্রূপাত্মক উসকানি) করলেও আমরা কোনো কিছু করিনি। হলে এসে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা মারধরের বিষয়টি সত্য নয়।’ 

মারামারিতে ব্যবহার করা ক্রিকেট খেলার স্ট্যাম্পসূর্যসেন হল ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিফাত আল শাফি আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের উপস্থিততে সূর্যসেন হলের কর্মীদেরকে মারধর করেন বিজয় একাত্তর হলের নেতা-কর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।’ 

সার্বিক বিষয়ে শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে, বিষয়টির তদন্তও চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত