জাবি প্রতিনিধি
‘শিক্ষার্থীদের প্রতিনিয়ত আত্মহত্যার মিছিল রাষ্ট্রের ভঙ্গুরতার বহিঃপ্রকাশ।’ আজ শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ছাত্রনেতারা এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে বামপন্থী ছাত্রসংগঠনের নেতা–কর্মীরা জমায়েত হন। তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকে।
অবরোধের সময় বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আবু সাঈদ বলেন, ‘রাষ্ট্র উন্নয়নের ডামাডোলে সাধারণ মানুষকে পেটাচ্ছে, এই উন্নয়নের জাঁতাকলে পিষ্ট হচ্ছে বিভিন্ন শ্রেণির মানুষ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রিকশাচালক জরিমানা দিতে না পেরে আত্মহত্যা করছে আরেকদিকে অতিরিক্ত ফির জাঁতাকলে আত্মহত্যা করছে শিক্ষার্থীরা।’
আবু সাঈদ বলেন, ‘এই যে প্রতিনিয়ত আত্মহত্যার মিছিল এটি রাষ্ট্রের ভঙ্গুরতার বহিঃপ্রকাশ। শিক্ষা সবার মৌলিক অধিকার, এটি রাষ্ট্রকেই বহন করতে হবে।’
এ সময় অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা নিজ থেকেই কর্মসূচি প্রত্যাহার করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, বকেয়া ফির টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছে অন্তু রায়। এই দায় রাষ্ট্রকে নিতে হবে।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম বলেন, ‘এই রাষ্ট্র ব্যবস্থা অন্তু রায়ের মতো আরও অনেক শিক্ষার্থীকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থায় বিভিন্নভাবে ফি-বৃদ্ধি প্রমাণ করছে শিক্ষাব্যবস্থা শুধুমাত্র উচ্চ শ্রেণির লোকদের জন্য। এটি স্বাভাবিক শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি বৃদ্ধি শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে।’
ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘একদিকে সকল কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে সরকার উন্নয়নের গল্প শোনাচ্ছে। সেই উন্নয়নের জাঁতাকলে কুয়েট শিক্ষার্থী তার ফি দিতে না পেরে আত্মহত্যা করেছে। কত বাজে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি; প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ফি দিতে না পেরে আত্মহত্যা করেছে। এটি এই রাষ্ট্রের জন্য চরম লজ্জার।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ফি এমন করে বাড়ানো হচ্ছে যেখানে মেধাবী শিক্ষার্থীরা চান্স পেলেও পড়তে পারবে না। এ রকম ফি দিতে না পেরে শিক্ষার্থীরা হতাশ হয়ে রাগে-ক্ষোভে আত্মহত্যা করছে। ১৩ বছরের দুঃশাসনের এই পরিণতি আজকের বাংলাদেশের। প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়গুলোতে নামে-বেনামে ফি বাড়ানো হচ্ছে। অনতিবিলম্বে এসব অতিরিক্ত ফি বাড়ানো বন্ধ করতে হবে।’
রাকিবুল রনি আরও বলেন, ‘কুয়েটে ডাইনিংয়ে না খেলেও ডাইনিং ফি পরিশোধ করতে হচ্ছে, সাভারে একজন রিকশাচালককে পুলিশ বিশ হাজার টাকা জরিমানা করলে রাগে-ক্ষোভে উপার্জনের কোনো পথ না পেয়ে ওই রিকশাচালক আত্মহত্যা করেছে; শরীয়তপুরে একজন শিক্ষার্থী দু’শত টাকা ফি-র জন্য আত্মহত্যা করেছে। এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটেই চলেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘যারা মহাসড়ক অবরোধ করেছিল আমি তাদের অনুরোধ করেছিলাম মহাসড়ক ছেড়ে দিতে। রমজান মাসে মানুষজনের কষ্ট যেন না হয়। শিক্ষার্থীরাও আমার কথা রেখেছে, তারাও তাদের কার্যক্রম শেষ করে নিজ থেকেই অবরোধ উঠিয়ে নেয়।'
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাসিন্দা কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় নিজ ঘর থেকে।
‘শিক্ষার্থীদের প্রতিনিয়ত আত্মহত্যার মিছিল রাষ্ট্রের ভঙ্গুরতার বহিঃপ্রকাশ।’ আজ শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ছাত্রনেতারা এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে বামপন্থী ছাত্রসংগঠনের নেতা–কর্মীরা জমায়েত হন। তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকে।
অবরোধের সময় বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আবু সাঈদ বলেন, ‘রাষ্ট্র উন্নয়নের ডামাডোলে সাধারণ মানুষকে পেটাচ্ছে, এই উন্নয়নের জাঁতাকলে পিষ্ট হচ্ছে বিভিন্ন শ্রেণির মানুষ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রিকশাচালক জরিমানা দিতে না পেরে আত্মহত্যা করছে আরেকদিকে অতিরিক্ত ফির জাঁতাকলে আত্মহত্যা করছে শিক্ষার্থীরা।’
আবু সাঈদ বলেন, ‘এই যে প্রতিনিয়ত আত্মহত্যার মিছিল এটি রাষ্ট্রের ভঙ্গুরতার বহিঃপ্রকাশ। শিক্ষা সবার মৌলিক অধিকার, এটি রাষ্ট্রকেই বহন করতে হবে।’
এ সময় অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা নিজ থেকেই কর্মসূচি প্রত্যাহার করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, বকেয়া ফির টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছে অন্তু রায়। এই দায় রাষ্ট্রকে নিতে হবে।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম বলেন, ‘এই রাষ্ট্র ব্যবস্থা অন্তু রায়ের মতো আরও অনেক শিক্ষার্থীকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থায় বিভিন্নভাবে ফি-বৃদ্ধি প্রমাণ করছে শিক্ষাব্যবস্থা শুধুমাত্র উচ্চ শ্রেণির লোকদের জন্য। এটি স্বাভাবিক শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি বৃদ্ধি শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে।’
ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘একদিকে সকল কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে সরকার উন্নয়নের গল্প শোনাচ্ছে। সেই উন্নয়নের জাঁতাকলে কুয়েট শিক্ষার্থী তার ফি দিতে না পেরে আত্মহত্যা করেছে। কত বাজে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি; প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ফি দিতে না পেরে আত্মহত্যা করেছে। এটি এই রাষ্ট্রের জন্য চরম লজ্জার।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ফি এমন করে বাড়ানো হচ্ছে যেখানে মেধাবী শিক্ষার্থীরা চান্স পেলেও পড়তে পারবে না। এ রকম ফি দিতে না পেরে শিক্ষার্থীরা হতাশ হয়ে রাগে-ক্ষোভে আত্মহত্যা করছে। ১৩ বছরের দুঃশাসনের এই পরিণতি আজকের বাংলাদেশের। প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়গুলোতে নামে-বেনামে ফি বাড়ানো হচ্ছে। অনতিবিলম্বে এসব অতিরিক্ত ফি বাড়ানো বন্ধ করতে হবে।’
রাকিবুল রনি আরও বলেন, ‘কুয়েটে ডাইনিংয়ে না খেলেও ডাইনিং ফি পরিশোধ করতে হচ্ছে, সাভারে একজন রিকশাচালককে পুলিশ বিশ হাজার টাকা জরিমানা করলে রাগে-ক্ষোভে উপার্জনের কোনো পথ না পেয়ে ওই রিকশাচালক আত্মহত্যা করেছে; শরীয়তপুরে একজন শিক্ষার্থী দু’শত টাকা ফি-র জন্য আত্মহত্যা করেছে। এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটেই চলেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘যারা মহাসড়ক অবরোধ করেছিল আমি তাদের অনুরোধ করেছিলাম মহাসড়ক ছেড়ে দিতে। রমজান মাসে মানুষজনের কষ্ট যেন না হয়। শিক্ষার্থীরাও আমার কথা রেখেছে, তারাও তাদের কার্যক্রম শেষ করে নিজ থেকেই অবরোধ উঠিয়ে নেয়।'
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাসিন্দা কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় নিজ ঘর থেকে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৪ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৫ ঘণ্টা আগে