ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বেডে ছারপোকা আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্বজনরা। আজ বৃহস্পতিবার সকালে কলেজ গেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চরপাড়ায় রাস্তা অবরোধ করে স্বজনেরা বিক্ষোভ করেন।
এতে ঘণ্টাখানেক যানজট লেগে থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। পরে হাসপাতাল পরিচালকের আশ্বাসে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রত্যাহার করেন।
রোগীর স্বজনেরা জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেখ রাসেল স্ক্যানু (এনআইসিইউ) ওয়ার্ডের বেডে সম্প্রতি ছারপোকার উপদ্রব বাড়লেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি রোগীর স্বজনেরা চিকিৎসকদের বারবার বলে আসছিলেন। এতে শিশুরা আরও বেশি আক্রান্ত হচ্ছেন। যার কারণে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাসপাতাল থেকে শিশুর স্বজনেরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের মধ্যে হাফিজুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে তার সাত দিন বয়সী শিশু নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে। এর মধ্যে অনেক শিশু নানা কারণে মারাও গেছে। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের শরীরেও ছারপোকা কামড়ের চিহ্ন রয়েছে। তারা এ বিষয়ে চিকিৎসক নার্সদের বারবার বলেও কোনো কাজ না হওয়ায় বিক্ষোভ করেছেন।
আরেকজন অভিভাবক নাদিরা আক্তার বলেন, ভর্তিকৃত শিশু কেমন আছে সে বিষয়টি জানতে অনেক বেগ পোহাতে হয়। তা ছাড়া ছারপোকার কারণে অসুস্থ শিশুরা আরও অসুস্থ হচ্ছে। প্রত্যেক বেডে ২০০-৩০০ ছারপোকা। যারা কারণে শিশুদের রক্তশূন্যতা হচ্ছে। দ্রুত বেডগুলো পরিবর্তন করা দরকার।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক চিকিৎসক জাকিউল ইসলাম বলেন, ‘৫০ শয্যার নবজাতক ওয়ার্ডে ১৫০-২০০ রোগী গড়ে ভর্তি থাকে। একে বারে সব বেড পরিবর্তন করা কোনো ভাবেই সম্ভব নয়। তাই প্রতিদিন ৫-৭টি পরিবর্তন করে ছারপোকা মুক্ত ওয়ার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে তাৎক্ষণিকভাবে পরিচালক স্যার পরিস্থিতি স্বাভাবিক করেছেন।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বেডে ছারপোকা আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্বজনরা। আজ বৃহস্পতিবার সকালে কলেজ গেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চরপাড়ায় রাস্তা অবরোধ করে স্বজনেরা বিক্ষোভ করেন।
এতে ঘণ্টাখানেক যানজট লেগে থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। পরে হাসপাতাল পরিচালকের আশ্বাসে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রত্যাহার করেন।
রোগীর স্বজনেরা জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেখ রাসেল স্ক্যানু (এনআইসিইউ) ওয়ার্ডের বেডে সম্প্রতি ছারপোকার উপদ্রব বাড়লেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি রোগীর স্বজনেরা চিকিৎসকদের বারবার বলে আসছিলেন। এতে শিশুরা আরও বেশি আক্রান্ত হচ্ছেন। যার কারণে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাসপাতাল থেকে শিশুর স্বজনেরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের মধ্যে হাফিজুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে তার সাত দিন বয়সী শিশু নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে। এর মধ্যে অনেক শিশু নানা কারণে মারাও গেছে। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের শরীরেও ছারপোকা কামড়ের চিহ্ন রয়েছে। তারা এ বিষয়ে চিকিৎসক নার্সদের বারবার বলেও কোনো কাজ না হওয়ায় বিক্ষোভ করেছেন।
আরেকজন অভিভাবক নাদিরা আক্তার বলেন, ভর্তিকৃত শিশু কেমন আছে সে বিষয়টি জানতে অনেক বেগ পোহাতে হয়। তা ছাড়া ছারপোকার কারণে অসুস্থ শিশুরা আরও অসুস্থ হচ্ছে। প্রত্যেক বেডে ২০০-৩০০ ছারপোকা। যারা কারণে শিশুদের রক্তশূন্যতা হচ্ছে। দ্রুত বেডগুলো পরিবর্তন করা দরকার।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক চিকিৎসক জাকিউল ইসলাম বলেন, ‘৫০ শয্যার নবজাতক ওয়ার্ডে ১৫০-২০০ রোগী গড়ে ভর্তি থাকে। একে বারে সব বেড পরিবর্তন করা কোনো ভাবেই সম্ভব নয়। তাই প্রতিদিন ৫-৭টি পরিবর্তন করে ছারপোকা মুক্ত ওয়ার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে তাৎক্ষণিকভাবে পরিচালক স্যার পরিস্থিতি স্বাভাবিক করেছেন।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে