নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউক্রেনে বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানসহ সব নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে এনে তাঁদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু নৌ-পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিহত হাদিসুরের পরিবারে বাবা-মা ও ৩ ভাই-বোন রয়েছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর বাবা একটি বেসরকারি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ভাবি বোনেরা সবাই এখনো পড়াশোনা করছেন।’
হাদিসুরের ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, ‘ভাইকে তো আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন ভাইয়ের লাশটা যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন এবং তাঁদের দুই ভাইয়ের পড়াশোনা ও চাকরির ব্যবস্থা করেন।’
বঙ্গবন্ধু নৌ-পরিষদের সভাপতি আশরাফ ইবনে নূর নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ সহ আটকে পড়াদের ফিরিয়ে আনার লক্ষ্যে বঙ্গবন্ধু নৌ-পরিষদের পক্ষ থেকে পররাষ্ট্র, নৌ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি আহ্বান জানান।
‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের আরেক নাবিক রবিউল আওয়ালের ভাই জাকির হোসেন বলেন, ‘আমার ভাইসহ বাকি ২৮ জন নাবিককে ফিরিয়ে আনা হোক। এ জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করি।’
এ সময় বঙ্গবন্ধু নৌ-পরিষদ এবং বাংলাদেশের সব মেরিনারদের পক্ষ থেকে কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—নিহত হাদিসের মরদেহসহ জীবিত ২৮ জন নাবিককে দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনা, হাদিসুরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা ও সব নাবিককে ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু নৌ-পরিষদের সভাপতি আশরাফ ইবনে নূর, সাধারণ সম্পাদক শের শাহ, নিহত হাদিসুর রহমানের ছোট ভাই গোলাম মওলা প্রিন্স এবং আটকে পড়া অন্যান্য নাবিকদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
ইউক্রেনে বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানসহ সব নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে এনে তাঁদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু নৌ-পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিহত হাদিসুরের পরিবারে বাবা-মা ও ৩ ভাই-বোন রয়েছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর বাবা একটি বেসরকারি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ভাবি বোনেরা সবাই এখনো পড়াশোনা করছেন।’
হাদিসুরের ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, ‘ভাইকে তো আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন ভাইয়ের লাশটা যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন এবং তাঁদের দুই ভাইয়ের পড়াশোনা ও চাকরির ব্যবস্থা করেন।’
বঙ্গবন্ধু নৌ-পরিষদের সভাপতি আশরাফ ইবনে নূর নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ সহ আটকে পড়াদের ফিরিয়ে আনার লক্ষ্যে বঙ্গবন্ধু নৌ-পরিষদের পক্ষ থেকে পররাষ্ট্র, নৌ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি আহ্বান জানান।
‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের আরেক নাবিক রবিউল আওয়ালের ভাই জাকির হোসেন বলেন, ‘আমার ভাইসহ বাকি ২৮ জন নাবিককে ফিরিয়ে আনা হোক। এ জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করি।’
এ সময় বঙ্গবন্ধু নৌ-পরিষদ এবং বাংলাদেশের সব মেরিনারদের পক্ষ থেকে কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—নিহত হাদিসের মরদেহসহ জীবিত ২৮ জন নাবিককে দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনা, হাদিসুরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা ও সব নাবিককে ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু নৌ-পরিষদের সভাপতি আশরাফ ইবনে নূর, সাধারণ সম্পাদক শের শাহ, নিহত হাদিসুর রহমানের ছোট ভাই গোলাম মওলা প্রিন্স এবং আটকে পড়া অন্যান্য নাবিকদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে