মেট্রোরেল শনিবার থেকে চালু হচ্ছে না: ডিএমটিসিএল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২৩: ২১
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে পুনরায় চালু হচ্ছে না। আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকার ১১ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন MRT Line-6–এর মেট্রো ট্রেন চলাচলে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাত দিনের মধ্যে পুনরায় চালু করার জন্য নির্দেশনা প্রদান করে। অনিবার্য কারণে মেট্রোরেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভবপর হয়নি।

উল্লেখ্য, কারিগরি পরীক্ষা-নিরীক্ষণ ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ব্যতীত অপর ১৪টি স্টেশন সমন্বয়ে মেট্রোরেল পুনরায় চালুর নিমিত্ত মেট্রোরেল সিস্টেম ও মেট্রো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।

এই প্রেক্ষাপটে, পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভবপর হচ্ছে না। এই জন্য ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এরপর মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, প্রতিদিন ২ লাখ ৭৫ হাজার মানুষ মেট্রোরেলে চলাচল করে। মেট্রোরেল বন্ধ থাকার কারণে রাজধানীর উত্তরা, মিরপুরের যাত্রীরা সড়কে নানা ভোগান্তিতে পড়েছেন। লক্কড়ঝক্কড় বাসের পাশাপাশি সড়কে ব্যক্তিগত যান চলাচল বেড়েছে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোকে ট্রাফিক ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছেন তরুণেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত