নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত হয়েছেন। ঘটনার দুই দিন পর আজ শনিবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. কালাম বেপারী। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। তিনি পাকস্থলী ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে গত ২৯ আগস্ট ভর্তি হয়েছিলেন।
এই ঘটনায় নিহতের ছেলে রিয়াদ বেপারী বাদী হয়ে বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলার বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
চিকিৎসা করাতে এসে বাবা হারিয়ে নির্বাক রিয়াদ বেপারী জানান, আমার বাবা গ্রামে রিকশা চালাতেন। অনেক কষ্টে তাঁর চিকিৎসায় দুই লাখ টাকা খরচ করেছি। প্রায় ৬ মাস আগে তাঁর বাবার পাকস্থলীতে ক্যানসার শনাক্ত হয়। গত ২৯ আগস্ট হাসপাতালের ডাক্তার তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ১৮ সেপ্টেম্বর তাঁর পাকস্থলীতে অস্ত্রোপচার করার দিন ঠিক হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাবাকে হাসপাতালে রেখে তিনি বরিশাল যান। আজ শনিবার সকালে ফিরে এসে হাসপাতালের বিছানায় বাবাকে পাইনি। আশপাশের শয্যার রোগীরা জানান, গত বৃহস্পতিবার সকালে তিনি বাইরে গিয়েছিলেন। এর পর আর ফিরে আসেননি।
হাসপাতালে বাবাকে না পেয়ে রিয়াদ বেপারি পুলিশের সহায়তা চান। পরে পুলিশ এসে হাসপাতালের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে তিনি নিচে নামার জন্য ৯ তলায় লিফটের বোতামে চাপ দেন। লিফট আসার পর দরজা খুলে যাওয়ায় লিফটে ওঠার জন্য পা বাড়ালে নিচে পড়ে যান তিনি। এই ফুটেজ দেখার পর রিয়াদ বেপারী নিচে গিয়ে লিফটের গর্তে তার বাবার মরদেহ শনাক্ত করেন।
এই ঘটনায় রিয়াদ বলেন, ‘আমার বাবার মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। আমি এর বিচার চাই।’
তবে রিয়াদের অভিযোগ তার বাবাকে না পেয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তার (রিয়াদের) বাবা পালিয়ে গেছেন।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক স্বপন বলেন, ‘হয়তো লিফটে কিছু টেকনিক্যাল ত্রুটি আছে। এটা লিফটের টেকনিশিয়ানরা বলতে পারবেন।’ রোগী পালিয়ে গেছেন—নিহতের ছেলেকে এমন কথা বলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রোগীর ছেলেকে বলিনি তিনি পালিয়েছেন। আমরা খোঁজ নিতে বলেছিলাম।’
অন্যান্য খবর পড়ুন:
রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত হয়েছেন। ঘটনার দুই দিন পর আজ শনিবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. কালাম বেপারী। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। তিনি পাকস্থলী ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে গত ২৯ আগস্ট ভর্তি হয়েছিলেন।
এই ঘটনায় নিহতের ছেলে রিয়াদ বেপারী বাদী হয়ে বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলার বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
চিকিৎসা করাতে এসে বাবা হারিয়ে নির্বাক রিয়াদ বেপারী জানান, আমার বাবা গ্রামে রিকশা চালাতেন। অনেক কষ্টে তাঁর চিকিৎসায় দুই লাখ টাকা খরচ করেছি। প্রায় ৬ মাস আগে তাঁর বাবার পাকস্থলীতে ক্যানসার শনাক্ত হয়। গত ২৯ আগস্ট হাসপাতালের ডাক্তার তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ১৮ সেপ্টেম্বর তাঁর পাকস্থলীতে অস্ত্রোপচার করার দিন ঠিক হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাবাকে হাসপাতালে রেখে তিনি বরিশাল যান। আজ শনিবার সকালে ফিরে এসে হাসপাতালের বিছানায় বাবাকে পাইনি। আশপাশের শয্যার রোগীরা জানান, গত বৃহস্পতিবার সকালে তিনি বাইরে গিয়েছিলেন। এর পর আর ফিরে আসেননি।
হাসপাতালে বাবাকে না পেয়ে রিয়াদ বেপারি পুলিশের সহায়তা চান। পরে পুলিশ এসে হাসপাতালের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে তিনি নিচে নামার জন্য ৯ তলায় লিফটের বোতামে চাপ দেন। লিফট আসার পর দরজা খুলে যাওয়ায় লিফটে ওঠার জন্য পা বাড়ালে নিচে পড়ে যান তিনি। এই ফুটেজ দেখার পর রিয়াদ বেপারী নিচে গিয়ে লিফটের গর্তে তার বাবার মরদেহ শনাক্ত করেন।
এই ঘটনায় রিয়াদ বলেন, ‘আমার বাবার মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। আমি এর বিচার চাই।’
তবে রিয়াদের অভিযোগ তার বাবাকে না পেয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তার (রিয়াদের) বাবা পালিয়ে গেছেন।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক স্বপন বলেন, ‘হয়তো লিফটে কিছু টেকনিক্যাল ত্রুটি আছে। এটা লিফটের টেকনিশিয়ানরা বলতে পারবেন।’ রোগী পালিয়ে গেছেন—নিহতের ছেলেকে এমন কথা বলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রোগীর ছেলেকে বলিনি তিনি পালিয়েছেন। আমরা খোঁজ নিতে বলেছিলাম।’
অন্যান্য খবর পড়ুন:
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলার’ নিলাম নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনাটি ঘটে।
২৩ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে (৭৮) লাঞ্ছিত করার ঘটনার ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো গ্রেপ্তার হয়নি জামায়াতের (বহিষ্কৃত) দুই সমর্থক আবুল হাশেম ও ওহিদুর রহমান।
১ ঘণ্টা আগেঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
১ ঘণ্টা আগেউত্তরাঞ্চলের উন্নয়নে বৈষম্য দূর করার অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে আয়োজিত গণসংবর্ধনা...
১ ঘণ্টা আগে