খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
উত্তরাঞ্চলের উন্নয়নে বৈষম্য দূর করার অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘ইতিপূর্বে উত্তরাঞ্চলের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি। শুধু নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে উন্নয়ন করা হয়েছে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এলাকাভিত্তিক সব বৈষম্য দূর করে উত্তরাঞ্চলের দুই বিভাগের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করা হবে।’
উপদেষ্টা আসিফ আরও বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ওপর যারা হামলা করেছে বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে, যেন পরবর্তী সময়ে কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।
একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি অতীতের মতো পরিণতি না চান তাহলে আল্লাহর ওয়াস্তে চাঁদাবাজি, দখলদারি ও দুশাসন থেকে সরে আসেন। তাহলেই জনগণ আপনাদের স্বাগতম জানাবে।’
জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. আব্দুল আহাদ এতে সভাপতিত্ব করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেন এতে সঞ্চালনা করেন।
আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদ মুস্তাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আনিছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্র ও বিভাগীয় প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজসহ জেলার ১৩টি উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি।
এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত ইউএনও আশিক আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
উল্লেখ্য, খানসামা উপজেলার উন্নয়ন কার্যক্রমে ১ কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করেন আসিফ মাহমুদ। এর মধ্যে ৫০ লাখ টাকা লাইব্রেরি নির্মাণ এবং বাকি ৫০ লাখ টাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে। এছাড়া বন্ধ থাকা খানসামা ২০ শয্যা হাসপাতালের সেবা কার্যক্রম চালু ও কলকারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
উত্তরাঞ্চলের উন্নয়নে বৈষম্য দূর করার অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘ইতিপূর্বে উত্তরাঞ্চলের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি। শুধু নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে উন্নয়ন করা হয়েছে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এলাকাভিত্তিক সব বৈষম্য দূর করে উত্তরাঞ্চলের দুই বিভাগের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করা হবে।’
উপদেষ্টা আসিফ আরও বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ওপর যারা হামলা করেছে বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে, যেন পরবর্তী সময়ে কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।
একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি অতীতের মতো পরিণতি না চান তাহলে আল্লাহর ওয়াস্তে চাঁদাবাজি, দখলদারি ও দুশাসন থেকে সরে আসেন। তাহলেই জনগণ আপনাদের স্বাগতম জানাবে।’
জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. আব্দুল আহাদ এতে সভাপতিত্ব করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেন এতে সঞ্চালনা করেন।
আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদ মুস্তাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আনিছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্র ও বিভাগীয় প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজসহ জেলার ১৩টি উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি।
এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত ইউএনও আশিক আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
উল্লেখ্য, খানসামা উপজেলার উন্নয়ন কার্যক্রমে ১ কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করেন আসিফ মাহমুদ। এর মধ্যে ৫০ লাখ টাকা লাইব্রেরি নির্মাণ এবং বাকি ৫০ লাখ টাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে। এছাড়া বন্ধ থাকা খানসামা ২০ শয্যা হাসপাতালের সেবা কার্যক্রম চালু ও কলকারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি বেড়িবাঁধের তিন স্থানে কেটে ইটভাটার রাস্তা তৈরির আট বছরেও বাঁধটি সংস্কার করা হয়নি। এতে বন্যার পানি লোকালয়ে ঢোকায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারা। তাঁদের চলাচলেও ভোগান্তি হচ্ছে।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দিনরাত অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে একটি চক্র। রাজনীতির পালাবদলের পর আইনের তোয়াক্কা না করে চক্রটি প্রকাশ্যে নদীর বিভিন্ন স্থানে ৮টি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তুলছে। এক মাসের বেশি সময় ধরে এই বালু লুট চললেও তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে না বলে
১ ঘণ্টা আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পার্শ্ববর্তী ইসলামনগর এলাকাটি ‘হল রোড’ নামে পরিচিত। সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিছু চা ও জুসের দোকানি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনেক জনপ্রিয় ‘কাদের জুস কর্নার’ নামের দোকানটি। দোকানের মালিক আব্দুল কাদের খান শিক্ষার্থীদের কাছে ‘কাদের ভাই’ নামে বহুল
১ ঘণ্টা আগেআট বছর আগে শুরু হওয়া চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে পানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি লিটার। সেই লক্ষ্যমাত্রার কোনো হেরফের হয়নি। তবে প্রকল্প ব্যয়ে বড় ধরনের হেরফের হয়েছে। শুরুর ১ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প ঠেকেছে ১ হাজার ৯৯৫ কোটিতে। বেশি ব্যয় হলো ৯৫৯ কোটি টাকা।
১ ঘণ্টা আগে