কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ২৯ দশমিক ১৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ফুলের ডেইল এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এই দুই রোহিঙ্গা হলেন উখিয়া উপজেলার কুতুপালং ১৩ নম্বর ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) এবং মিয়ানমারের মংডুর বাসিন্দা মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০)।
অভিযান ও স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি ২) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি খবর পায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা স্বর্ণের একটি বড় চালান সীমান্তের একটি বাড়িতে লুকানো আছে। এর ভিত্তিতে বিজিবির একটি দল সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে তাদের উপস্থিতি টের পেয়ে দুজন লোক ছোট একটি ব্যাগসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের আটক করতে সক্ষম হন।
এ সময় আটকদের সঙ্গে থাকা ব্যাগটি খুলে বিভিন্ন ধরনের ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং বাংলাদেশি নগদ ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলে জানান লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় মজুত রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ২৯ দশমিক ১৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ফুলের ডেইল এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এই দুই রোহিঙ্গা হলেন উখিয়া উপজেলার কুতুপালং ১৩ নম্বর ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) এবং মিয়ানমারের মংডুর বাসিন্দা মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০)।
অভিযান ও স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি ২) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি খবর পায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা স্বর্ণের একটি বড় চালান সীমান্তের একটি বাড়িতে লুকানো আছে। এর ভিত্তিতে বিজিবির একটি দল সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে তাদের উপস্থিতি টের পেয়ে দুজন লোক ছোট একটি ব্যাগসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের আটক করতে সক্ষম হন।
এ সময় আটকদের সঙ্গে থাকা ব্যাগটি খুলে বিভিন্ন ধরনের ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং বাংলাদেশি নগদ ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলে জানান লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় মজুত রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৩ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
৬ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
৯ মিনিট আগে