Ajker Patrika

সাংবাদিকের ওপর হামলা: আসামি অন্তর কারাগারে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯: ৫৮
সাংবাদিকের ওপর হামলা: আসামি অন্তর কারাগারে

একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদক সাদ্দাম হোসাইনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার শেখ মো. আবু সালেহ ওরফে অন্তরকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

বিকেলে অন্তরকে আদালতে হাজির করে কাফরুল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের কাফরুল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই রয়েল জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার রাজধানীর শেওড়াপাড়া থেকে অন্তরকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ১৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় হামলার শিকার হন সাংবাদিক সাদ্দাম হোসাইন। সাংবাদিক সাদ্দাম বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা হলে শেওড়াপাড়া শামীম সরণি এলাকায় মেট্রোরেলের ৩২৩ নম্বর পিলারের সামনে এক মোটরসাইকেল আরোহী হঠাৎ তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁকে বাধা দিলে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে চোখে-মুখে কিল-ঘুষি মারতে থাকেন। ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যান।

এ ঘটনায় সাদ্দাম হোসাইন রাজধানীর কাফরুল থানায় মো. আবু সালেহ ওরফে অন্তরকে আসামি করে মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত