নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেড় কোটিরও বেশি পরিমাণ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগের মামলায় খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মামলায় তার বিরুদ্ধে ২০ লাখ টাকার পরিমাণের সম্পদ গোপনের অভিযোগ আনা হয়।
এর আগে ২০১৯ সালের ৭ আগস্ট দুদক সমন্বিত কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে মিজানুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২০ লাখ টাকার সম্পদ গোপন করেছিলেন। যা অনুসন্ধানে বেরিয়ে আসে।
সাংসদ থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখায় মিজানুর রহমানের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় ৯০ শতাংশ জমির মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ করে পরে ২০ লাখ টাকা বিনিময় করে দলিল তৈরি করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি কেনার এই তথ্য উল্লেখ করা হয়নি।
দুদকের অভিযোগ সূত্র বলছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব খাঁটিয়ে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়ে নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন মিজানুর রহমান। এসব অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল ২০১৮ সালের শুরুতে। একই বছরের এপ্রিল মাসে অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক এই সাংসদকে তলবও করা হয়েছিল। পরবর্তীতে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয় মিজানুর রহমানের বিরুদ্ধে।
ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেড় কোটিরও বেশি পরিমাণ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগের মামলায় খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মামলায় তার বিরুদ্ধে ২০ লাখ টাকার পরিমাণের সম্পদ গোপনের অভিযোগ আনা হয়।
এর আগে ২০১৯ সালের ৭ আগস্ট দুদক সমন্বিত কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে মিজানুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২০ লাখ টাকার সম্পদ গোপন করেছিলেন। যা অনুসন্ধানে বেরিয়ে আসে।
সাংসদ থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখায় মিজানুর রহমানের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় ৯০ শতাংশ জমির মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ করে পরে ২০ লাখ টাকা বিনিময় করে দলিল তৈরি করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি কেনার এই তথ্য উল্লেখ করা হয়নি।
দুদকের অভিযোগ সূত্র বলছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব খাঁটিয়ে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়ে নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন মিজানুর রহমান। এসব অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল ২০১৮ সালের শুরুতে। একই বছরের এপ্রিল মাসে অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক এই সাংসদকে তলবও করা হয়েছিল। পরবর্তীতে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয় মিজানুর রহমানের বিরুদ্ধে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৩১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগে