নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও রমনা থানার দায়ের করা পৃথক তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পল্টন থানার দুই এবং রমনা থানার এক মামলায় আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া পল্টন ও রমনা থানার দুই মামলায় নথি না থাকায় জামিন শুনানি হয়নি। ওই দুটি মামলার অন্য আসামির জামিন শুনানির জন্য নথি মহানগর দায়রা জজ আদালতে রয়েছে।’
রাজধানীর পল্টন থানার দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত এবং রমনা থানার এক মামলায় জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম।
এদিন সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাজধানীর পল্টন থানার তিন মামলায় এবং রমনা থানার দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন আসামিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
জানা যায়, গত বছরের ২ নভেম্বর দিবাগত রাতে গুলশানের এক বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন থানার এক মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। ৯ নভেম্বর রিমান্ড শেষে স্বপনকে কারাগারে প্রেরণ করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা মামলার কমপক্ষে সাতটিতে জহির উদ্দিন স্বপনের নাম রয়েছে।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও রমনা থানার দায়ের করা পৃথক তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পল্টন থানার দুই এবং রমনা থানার এক মামলায় আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া পল্টন ও রমনা থানার দুই মামলায় নথি না থাকায় জামিন শুনানি হয়নি। ওই দুটি মামলার অন্য আসামির জামিন শুনানির জন্য নথি মহানগর দায়রা জজ আদালতে রয়েছে।’
রাজধানীর পল্টন থানার দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত এবং রমনা থানার এক মামলায় জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম।
এদিন সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাজধানীর পল্টন থানার তিন মামলায় এবং রমনা থানার দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন আসামিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
জানা যায়, গত বছরের ২ নভেম্বর দিবাগত রাতে গুলশানের এক বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন থানার এক মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। ৯ নভেম্বর রিমান্ড শেষে স্বপনকে কারাগারে প্রেরণ করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা মামলার কমপক্ষে সাতটিতে জহির উদ্দিন স্বপনের নাম রয়েছে।
সম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
১০ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
১৩ মিনিট আগেচাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
১৭ মিনিট আগে