নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও রমনা থানার দায়ের করা পৃথক তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পল্টন থানার দুই এবং রমনা থানার এক মামলায় আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া পল্টন ও রমনা থানার দুই মামলায় নথি না থাকায় জামিন শুনানি হয়নি। ওই দুটি মামলার অন্য আসামির জামিন শুনানির জন্য নথি মহানগর দায়রা জজ আদালতে রয়েছে।’
রাজধানীর পল্টন থানার দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত এবং রমনা থানার এক মামলায় জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম।
এদিন সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাজধানীর পল্টন থানার তিন মামলায় এবং রমনা থানার দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন আসামিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
জানা যায়, গত বছরের ২ নভেম্বর দিবাগত রাতে গুলশানের এক বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন থানার এক মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। ৯ নভেম্বর রিমান্ড শেষে স্বপনকে কারাগারে প্রেরণ করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা মামলার কমপক্ষে সাতটিতে জহির উদ্দিন স্বপনের নাম রয়েছে।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও রমনা থানার দায়ের করা পৃথক তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পল্টন থানার দুই এবং রমনা থানার এক মামলায় আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া পল্টন ও রমনা থানার দুই মামলায় নথি না থাকায় জামিন শুনানি হয়নি। ওই দুটি মামলার অন্য আসামির জামিন শুনানির জন্য নথি মহানগর দায়রা জজ আদালতে রয়েছে।’
রাজধানীর পল্টন থানার দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত এবং রমনা থানার এক মামলায় জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম।
এদিন সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাজধানীর পল্টন থানার তিন মামলায় এবং রমনা থানার দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন আসামিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
জানা যায়, গত বছরের ২ নভেম্বর দিবাগত রাতে গুলশানের এক বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন থানার এক মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। ৯ নভেম্বর রিমান্ড শেষে স্বপনকে কারাগারে প্রেরণ করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা মামলার কমপক্ষে সাতটিতে জহির উদ্দিন স্বপনের নাম রয়েছে।
মানিকগঞ্জের ঘিওরে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রী লায়লা আরজুকে (৬০) গলা কেটে হত্যা করেছেন তাঁর স্বামী সেকেন্দার আলী (৬৬)। উপজেলার রাথুরা গ্রামে ১৫ জানুয়ারি গলা কেটে এক নারীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তাঁর স্বামী আদালতে জবানবন্দিতে এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
১ মিনিট আগেরাজধানীর বনানীর বাসায় বাথরুমে ধূমপান করতে লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর অবস্থার অবনতি হয়েছে। তাঁকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল তাঁর চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়...
১ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
২৯ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে