Ajker Patrika

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ 

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৬: ১৩
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ 

মুন্সিগঞ্জের শ্রীনগরের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া) সার্ভিস লেনে পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পিকআপচালক শ্রীনগর গাজাল হাসির আক্কাস দেওয়ানের ছেলে শাকিল দেওয়ানকে (২২) আটক করা হয়েছে। 

আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকামুখী ‘তীর’ কোম্পানির একটি পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন নারী যাত্রী নিহত হন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অটোরিকশার আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকায় পাঠান।  

হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল আহমেদ জানান, পিকআপের চালক শাকিল দেওয়ানকে (২২) আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের একই স্থানে একটি কাভার্ড ভ্যানে ডিএম পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি উল্টে যায় এবং বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।  এতে বাসে থাকা দুজন যাত্রী ও কাভার্ড ভ্যানের হেলপারসহ মোট তিনজন আহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত