Ajker Patrika

ডিএসসিসিতে ৮৫, ডিএনসিসিতে ৮০ ভাগ বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএসসিসিতে ৮৫, ডিএনসিসিতে ৮০ ভাগ বর্জ্য অপসারণ

আজ রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু কোরবানি দিচ্ছেন রাজধানীবাসী। পশু কোরবানির ফলে বর্জ্য জমছে আনাচে-কানাচে। দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ শুরু করে ঢাকার দুই সিটির প্রায় ১৯ হাজার পরিচ্ছন্নতা কর্মী। 

সংশ্লিষ্টরা জানিয়েছে, এবার ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র বেশ ভালো। বিকেল ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ ভাগ আর রাত ৮টা পর্যন্ত দক্ষিণে ৮৫ ভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। 

ঢাকার দুই সিটির মিরপুর, উত্তরা, মহাখালী, বনানী, বাড্ডা, রামপুরা, গুলিস্তান, কলাবাগান, সাইন্সল্যাব ও আগারগাঁও এলাকার ঘুরে রাস্তাঘাট ও আবাসিক ভবনের সামনে পশুর রক্ত, গোবর, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখা যায়নি। 

সিটি করপোরেশনের পাশাপাশি অনেকে নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে। পশুর বর্জ্য তারা ব্যাগে ভরে সিটি করপোরেশনের ভ্যানে তুলে দিয়েছেন। 

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত মোট কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। শতভাগ সম্পন্ন হয়েছে ১১টি ওয়ার্ডে। 

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করছেন। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১০,১৬, ১৭,২৩, ২৪,২৫, ২৬,২৮, ২৯,৩০, ৩১,৩৬, ৩৭,৩৮, ৩৯,৪০, ৪১,৪২, ৪৩,৪৯, ৫২,৫৩, ৫৬,৫৭, ৬৭,৬৮, ৬৯,৭০, ৭১,৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ড। 

এছাড়া ১৭টি ওয়ার্ড থেকে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো-৫,৮, ৯,১১, ১৩,১৯, ২০,২১, ৩৪,৪৮, ৫১,৫৪, ৫৫,৫৮, ৫৯,৬৬, ৭৩ নম্বর ওয়ার্ড।

এ পর্যন্ত ডিএসসিসিতে সার্বিকভাবে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত