নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু কোরবানি দিচ্ছেন রাজধানীবাসী। পশু কোরবানির ফলে বর্জ্য জমছে আনাচে-কানাচে। দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ শুরু করে ঢাকার দুই সিটির প্রায় ১৯ হাজার পরিচ্ছন্নতা কর্মী।
সংশ্লিষ্টরা জানিয়েছে, এবার ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র বেশ ভালো। বিকেল ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ ভাগ আর রাত ৮টা পর্যন্ত দক্ষিণে ৮৫ ভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
ঢাকার দুই সিটির মিরপুর, উত্তরা, মহাখালী, বনানী, বাড্ডা, রামপুরা, গুলিস্তান, কলাবাগান, সাইন্সল্যাব ও আগারগাঁও এলাকার ঘুরে রাস্তাঘাট ও আবাসিক ভবনের সামনে পশুর রক্ত, গোবর, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখা যায়নি।
সিটি করপোরেশনের পাশাপাশি অনেকে নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে। পশুর বর্জ্য তারা ব্যাগে ভরে সিটি করপোরেশনের ভ্যানে তুলে দিয়েছেন।
ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত মোট কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। শতভাগ সম্পন্ন হয়েছে ১১টি ওয়ার্ডে।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করছেন। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১০,১৬, ১৭,২৩, ২৪,২৫, ২৬,২৮, ২৯,৩০, ৩১,৩৬, ৩৭,৩৮, ৩৯,৪০, ৪১,৪২, ৪৩,৪৯, ৫২,৫৩, ৫৬,৫৭, ৬৭,৬৮, ৬৯,৭০, ৭১,৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ড।
এছাড়া ১৭টি ওয়ার্ড থেকে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো-৫,৮, ৯,১১, ১৩,১৯, ২০,২১, ৩৪,৪৮, ৫১,৫৪, ৫৫,৫৮, ৫৯,৬৬, ৭৩ নম্বর ওয়ার্ড।
এ পর্যন্ত ডিএসসিসিতে সার্বিকভাবে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু কোরবানি দিচ্ছেন রাজধানীবাসী। পশু কোরবানির ফলে বর্জ্য জমছে আনাচে-কানাচে। দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ শুরু করে ঢাকার দুই সিটির প্রায় ১৯ হাজার পরিচ্ছন্নতা কর্মী।
সংশ্লিষ্টরা জানিয়েছে, এবার ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র বেশ ভালো। বিকেল ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ ভাগ আর রাত ৮টা পর্যন্ত দক্ষিণে ৮৫ ভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
ঢাকার দুই সিটির মিরপুর, উত্তরা, মহাখালী, বনানী, বাড্ডা, রামপুরা, গুলিস্তান, কলাবাগান, সাইন্সল্যাব ও আগারগাঁও এলাকার ঘুরে রাস্তাঘাট ও আবাসিক ভবনের সামনে পশুর রক্ত, গোবর, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখা যায়নি।
সিটি করপোরেশনের পাশাপাশি অনেকে নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে। পশুর বর্জ্য তারা ব্যাগে ভরে সিটি করপোরেশনের ভ্যানে তুলে দিয়েছেন।
ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত মোট কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। শতভাগ সম্পন্ন হয়েছে ১১টি ওয়ার্ডে।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করছেন। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১০,১৬, ১৭,২৩, ২৪,২৫, ২৬,২৮, ২৯,৩০, ৩১,৩৬, ৩৭,৩৮, ৩৯,৪০, ৪১,৪২, ৪৩,৪৯, ৫২,৫৩, ৫৬,৫৭, ৬৭,৬৮, ৬৯,৭০, ৭১,৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ড।
এছাড়া ১৭টি ওয়ার্ড থেকে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো-৫,৮, ৯,১১, ১৩,১৯, ২০,২১, ৩৪,৪৮, ৫১,৫৪, ৫৫,৫৮, ৫৯,৬৬, ৭৩ নম্বর ওয়ার্ড।
এ পর্যন্ত ডিএসসিসিতে সার্বিকভাবে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে