দক্ষিণখানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ১৪: ১৩
আপডেট : ০৮ মার্চ ২০২২, ২০: ৪৩

রাজধানীর দক্ষিণখানে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিণখানের সরদার সুরুজ্জামান মহিলা কলেজসংলগ্ন ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন ভবনের মালিক আনোয়ার হোসেনের স্ত্রী মনিরা বেগম (৩৬), জেএমআই গ্যাস সিলিন্ডার কোম্পানির কর্মচারী সাকিব (২৬) ও জসিম (৪০)। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘মনিরা বেগমের শরীরের ২২ শতাংশ, সাকিবের ২২ শতাংশ ও জসিমের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’ 

ভবনের মালিক আনোয়ার হোসেন বলেন, ‘বাসায় জেএমআই গ্যাস সিলিন্ডার লাগানো হয়। সিলিন্ডার লাগানোর পর চুলা জ্বালিয়ে চেক করার চেষ্টা করেন তারা। এ সময় আগুন ধরানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়ে তাঁরা দগ্ধ হন।’ 

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস লাইন লিকেজ ছিল, যা ঠিক করতে মিস্ত্রি গিয়েছিল। গ্যাসের লাইন দেওয়ার পর চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। খবর পেয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত