প্রতিটি দোকানে ট্রেড লাইসেন্স ঝুলিয়ে রাখতে হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন,  ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘প্রয়োজনে প্রতিটি দোকানে ট্রেড লাইসেন্স লেমিনেটিং করে ঝুলিয়ে রাখতে হবে। ব্যবসার প্রয়োজনে এটা করতে হবে। নিজেদের সুরক্ষার প্রয়োজনেই।’ 

আজ বুধবার লালবাগের শহীদ নগর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় মেয়র আশপাশের দোকানে ঘুরে দোকানগুলোতে ট্রেড লাইসেন্স আছে কি না তার খোঁজ খবর নেন। 

মেয়র তাপস বলেন, ‘ব্যবসার প্রয়োজনেই ট্রেড লাইসেন্স প্রয়োজন। এর জন্য গুরুত্বপূর্ণ এই কাগজ পাশে রাখতে হবে। যেন সহজেই দেখাতে পারেন। সবাইকেই ট্রেড লাইসেন্স করতে হবে এবং নবায়ন করতে হবে।’ 

ট্রেড লাইসেন্স থাকলে ব্যবসা পরিচালনা করতে কোনো ধরনের সমস্যা হবে না জানিয়ে মেয়র বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র দোকানেই রাখবেন। তখন আর কেউই ঝামেলা করবে না। সিটি করপোরেশন থেকে কেউই না থাকার কারণ জানতে চাইবে না। মেয়রও জানতে চাইবেন না। তাই দোকানে ট্রেড লাইসেন্স ঝুলিয়ে রাখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত