সাভার (ঢাকা) প্রতিনিধি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েও আওয়ামী লীগের সঙ্গেই থাকার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আশা করি, সরকার দলের এমপি হিসেবেই সংসদে যোগদান করব। আমি বিরোধী কোনো মোর্চার সঙ্গে নেই।’
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল ৮টায় ঢাকার সাভার থেকে তিন শতাধিক গাড়িবহর ও প্রায় দুই হাজার নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন তিনি। টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের নিহত সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই বলেছি, এখনো বলছি, আমি সরকার দলের সঙ্গেই থাকব। আমি ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারকে বলেছি, আমি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনি দয়া করে আমাকে সরকার দলে রাখবেন। উনি বলেছেন, ঠিক আছে। ঝুট-ঝামেলা শেষ হওয়ার পর আমার অফিসে আস। দেখি আমি কী করা যায়!’
সংসদ সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা-১৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমার এলাকার নেতা-কর্মীদের নিয়ে এসেছি। শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা ধন্য।’
এ সময় নবনির্বাচিত এ সংসদ সদস্যের সঙ্গে ছিলেন সাভারের পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়া, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইমতিয়াজ উদ্দিনসহ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনে সাবেক সংসদ সদস্য মুরাদ জং ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে হারিয়ে জয়লাভ করেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম। গত ৮ নভেম্বর আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করেন। নৌকা না পেয়ে স্বতন্ত্রভাবে ট্রাক মার্কায় নির্বাচনে অংশ নেন এই আওয়ামী লীগ নেতা। তিনি ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েও আওয়ামী লীগের সঙ্গেই থাকার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আশা করি, সরকার দলের এমপি হিসেবেই সংসদে যোগদান করব। আমি বিরোধী কোনো মোর্চার সঙ্গে নেই।’
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল ৮টায় ঢাকার সাভার থেকে তিন শতাধিক গাড়িবহর ও প্রায় দুই হাজার নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন তিনি। টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের নিহত সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই বলেছি, এখনো বলছি, আমি সরকার দলের সঙ্গেই থাকব। আমি ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারকে বলেছি, আমি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনি দয়া করে আমাকে সরকার দলে রাখবেন। উনি বলেছেন, ঠিক আছে। ঝুট-ঝামেলা শেষ হওয়ার পর আমার অফিসে আস। দেখি আমি কী করা যায়!’
সংসদ সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা-১৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমার এলাকার নেতা-কর্মীদের নিয়ে এসেছি। শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা ধন্য।’
এ সময় নবনির্বাচিত এ সংসদ সদস্যের সঙ্গে ছিলেন সাভারের পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়া, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইমতিয়াজ উদ্দিনসহ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনে সাবেক সংসদ সদস্য মুরাদ জং ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে হারিয়ে জয়লাভ করেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম। গত ৮ নভেম্বর আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করেন। নৌকা না পেয়ে স্বতন্ত্রভাবে ট্রাক মার্কায় নির্বাচনে অংশ নেন এই আওয়ামী লীগ নেতা। তিনি ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। আজ সোমবার বেলা পৌনে ২টায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।
১ মিনিট আগেশ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেতিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর রংপুরের গঙ্গাচড়া বড়বিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুল হুদা। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
১৩ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
১৪ মিনিট আগে