Ajker Patrika

জাহাঙ্গীরনগরের দুই ছাত্রীর বহিষ্কারাদেশ অবৈধ: হাইকোর্ট

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরের দুই ছাত্রীর বহিষ্কারাদেশ অবৈধ: হাইকোর্ট

সিনিয়র ছাত্রকে চড় মারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের সুমাইয়া বিনতে একরাম ও আনিকা তাবাসসুমের পক্ষে এই রুল ঘোষণা করেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামান।

আজ বুধবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও এস এম আরিফুল ইসলাম।

দুই ছাত্রীকে কারণ না দর্শিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কার করায় তা অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান তারা।

অন্যদিকে আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ মাহতাব। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আদালত রুল জারির সময় ওই দুই ছাত্রীকে পরীক্ষায় বসার সুযোগ দিয়ে নিয়মিত পড়ালেখা চালিয়ে নেওয়ার নির্দেশ দিলেও ফলাফল আটকে রাখতে বলেছিলেন। শুনানির পর আদালত বহিষ্কার আদেশটিই অবৈধ ঘোষণা করেছেন। এই সময়ের মধ্যে যদি তাঁদের কোনো পরীক্ষার ফলাফল আটকে থাকে তবে তা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।’

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সড়কে জায়গা ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে স্নাতকোত্তরের এক ছাত্রের কলার ধরে চড় মারেন সুমাইয়া বিনতে ইকরাম। এ ঘটনায় তাঁর এবং সঙ্গে থাকা আনিকার শাস্তির দাবিতে সরব হন অন্য শিক্ষার্থীরা। পরে রাতে দুই পক্ষই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিলে সুমাইয়াকে এক বছর ও আনিকাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত