জাহাঙ্গীরনগরের দুই ছাত্রীর বহিষ্কারাদেশ অবৈধ: হাইকোর্ট

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ১৮: ৫৩

সিনিয়র ছাত্রকে চড় মারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের সুমাইয়া বিনতে একরাম ও আনিকা তাবাসসুমের পক্ষে এই রুল ঘোষণা করেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামান।

আজ বুধবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও এস এম আরিফুল ইসলাম।

দুই ছাত্রীকে কারণ না দর্শিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কার করায় তা অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান তারা।

অন্যদিকে আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ মাহতাব। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আদালত রুল জারির সময় ওই দুই ছাত্রীকে পরীক্ষায় বসার সুযোগ দিয়ে নিয়মিত পড়ালেখা চালিয়ে নেওয়ার নির্দেশ দিলেও ফলাফল আটকে রাখতে বলেছিলেন। শুনানির পর আদালত বহিষ্কার আদেশটিই অবৈধ ঘোষণা করেছেন। এই সময়ের মধ্যে যদি তাঁদের কোনো পরীক্ষার ফলাফল আটকে থাকে তবে তা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।’

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সড়কে জায়গা ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে স্নাতকোত্তরের এক ছাত্রের কলার ধরে চড় মারেন সুমাইয়া বিনতে ইকরাম। এ ঘটনায় তাঁর এবং সঙ্গে থাকা আনিকার শাস্তির দাবিতে সরব হন অন্য শিক্ষার্থীরা। পরে রাতে দুই পক্ষই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিলে সুমাইয়াকে এক বছর ও আনিকাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত