মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে অপহৃত ইতালিপ্রবাসী কিশোরীকে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা আজ শনিবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মাদারীপুর শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনার প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ‘অপহরণের পর থেকেই আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালই। থানায় অপহরণের মামলা হলে আমরা দুজন আসামিকেও গ্রেপ্তার করি। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহৃত কিশোরীর অবস্থান জানতে পারি। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করি। তবে ঘটনাস্থলে অপহরণকারীর কাউকে পাওয়া যায়নি। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপহৃত কিশোরীর পরিবারের বরাতে ওসি আরও বলেন, ‘গত ১০ জানুয়ারি সকালে মাদারীপুর শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনে থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে নোভা নামের কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান আফজাল হোসেন শাওনসহ তাঁর সহযোগীরা। এরপর আর সন্ধান মেলেনি নোভার। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছে নোভার পরিবার। অপহরণ মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে মাদারীপুর আদালতে পাঠিয়েছে।’
উল্লেখ্য, নিকটাত্মীয় মারা যাওয়ায় আট বছর পর ইতালি থেকে মা-বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল ১৫ বছর বয়সী কিশোরী নোভা।
মাদারীপুরে ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে অপহৃত ইতালিপ্রবাসী কিশোরীকে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা আজ শনিবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মাদারীপুর শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনার প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ‘অপহরণের পর থেকেই আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালই। থানায় অপহরণের মামলা হলে আমরা দুজন আসামিকেও গ্রেপ্তার করি। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহৃত কিশোরীর অবস্থান জানতে পারি। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করি। তবে ঘটনাস্থলে অপহরণকারীর কাউকে পাওয়া যায়নি। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপহৃত কিশোরীর পরিবারের বরাতে ওসি আরও বলেন, ‘গত ১০ জানুয়ারি সকালে মাদারীপুর শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনে থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে নোভা নামের কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান আফজাল হোসেন শাওনসহ তাঁর সহযোগীরা। এরপর আর সন্ধান মেলেনি নোভার। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছে নোভার পরিবার। অপহরণ মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে মাদারীপুর আদালতে পাঠিয়েছে।’
উল্লেখ্য, নিকটাত্মীয় মারা যাওয়ায় আট বছর পর ইতালি থেকে মা-বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল ১৫ বছর বয়সী কিশোরী নোভা।
ফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
১৪ মিনিট আগেরাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম, ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
২২ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে হত্যা মামলায় স্বামী হীরা চৌধুরীকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
২৫ মিনিট আগেখুলনার খালিশপুরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে