নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে অনেকটা নিয়ন্ত্রণে কুষ্ঠরোগ। তারপরও প্রতিবছর নতুন করে প্রায় চার হাজার মানুষ এতে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এবারের প্রতিপাদ্য ‘এখনই কাজ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি।’
এর আগে দিবসটি পালনের কর্মসূচি হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে লেপ্রসি অ্যান্ড টিবি কো-অর্ডিনেটিং কমিটি (এলটিসিসি) এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচির যৌথ আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে র্যালি হয়।
পরে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৮ সালে বাংলাদেশে কুষ্ঠরোগ নির্মূল অবস্থায় পৌঁছায়। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। দেশে এখনো প্রায় চার হাজার মানুষ প্রতিবছর নতুন করে আক্রান্ত হচ্ছে। যার মধ্যে প্রতিবন্ধিতার শিকার প্রায় ৮ ভাগ নারী-পুরুষ। দুঃখের বিষয় কুষ্ঠ আক্রান্তরা এখনো সামাজিক বৈষম্য, অপবাদ ও কুসংস্কারের শিকার হচ্ছে।
চিকিৎসকেরা বলেন, কুষ্ঠরোগ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সকলকে একযোগে কাজ করতে হবে। ২০৩০ সালের মধ্যে কুষ্ঠরোগ শূন্যে নামিয়ে আনার যে পরিকল্পনা, সেটি বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করার কথাও বলেন তাঁরা।
মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের (বিএমডিসি) পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামসহ অনেকে।
দেশে অনেকটা নিয়ন্ত্রণে কুষ্ঠরোগ। তারপরও প্রতিবছর নতুন করে প্রায় চার হাজার মানুষ এতে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এবারের প্রতিপাদ্য ‘এখনই কাজ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি।’
এর আগে দিবসটি পালনের কর্মসূচি হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে লেপ্রসি অ্যান্ড টিবি কো-অর্ডিনেটিং কমিটি (এলটিসিসি) এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচির যৌথ আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে র্যালি হয়।
পরে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৮ সালে বাংলাদেশে কুষ্ঠরোগ নির্মূল অবস্থায় পৌঁছায়। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। দেশে এখনো প্রায় চার হাজার মানুষ প্রতিবছর নতুন করে আক্রান্ত হচ্ছে। যার মধ্যে প্রতিবন্ধিতার শিকার প্রায় ৮ ভাগ নারী-পুরুষ। দুঃখের বিষয় কুষ্ঠ আক্রান্তরা এখনো সামাজিক বৈষম্য, অপবাদ ও কুসংস্কারের শিকার হচ্ছে।
চিকিৎসকেরা বলেন, কুষ্ঠরোগ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সকলকে একযোগে কাজ করতে হবে। ২০৩০ সালের মধ্যে কুষ্ঠরোগ শূন্যে নামিয়ে আনার যে পরিকল্পনা, সেটি বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করার কথাও বলেন তাঁরা।
মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের (বিএমডিসি) পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামসহ অনেকে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৮ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৮ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে