বিশেষ প্রতিনিধি, ঢাকা
ছাত্র-জনতার আন্দোলনে বাধাদানকারী ও ছাত্র হত্যার সমর্থনকারী কর্মকর্তাদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ চেয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’।
প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বিগত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের বহাল রেখে ও তাঁদের মধ্য থেকেই পদায়ন করার প্রতিবাদে বিবৃতি দিয়েছে সংগঠনটি।
আজ বুধবার রাতে সংগঠনটির সদস্যসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সই করা বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে স্বৈরাচারী সরকারের পতনের এক সপ্তাহ পার হলেও জনপ্রশাসনে তাদের দোসররাই দোর্দণ্ড প্রতাপে প্রশাসনের কালকাঠি নাড়ছেন। বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের দর্শন ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে নিরপেক্ষ, দক্ষ ও পেশাদার জনপ্রশাসন গড়ে তোলার প্রতিপক্ষ হিসেবে তাঁরা পুনঃ আবির্ভূত হয়েছেন। তাঁদেরই মদদপুষ্ট কর্মকর্তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পদায়ন করা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এখনো পদত্যাগ করছেন না কোনো সচিব। তাঁরা ৩ আগস্ট সচিব সভায় ছাত্র আন্দোলনকে দমন করার শপথ নিয়েছিলেন। স্বৈরাচারী সরকারকে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেছেন, তাঁরা এখনো বহাল তবিয়তে আছেন। বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা বর্ণচোরা দলদাস কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে এখনো সরিয়ে দেওয়া হয়নি। ফলে শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা ওই মহল বিশেষের ক্ষেত্রে নস্যাৎ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা বিগত ১৬ বছরে অন্যায়ভাবে পদোন্নতি ও বঞ্চনার শিকার সব পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দিয়ে প্রশাসনের উপযুক্ত পদে পদায়ন করার জোর দাবি জানাচ্ছি।’
ছাত্র-জনতার আন্দোলনে বাধাদানকারী ও ছাত্র হত্যার সমর্থনকারী কর্মকর্তাদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ চেয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’।
প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বিগত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের বহাল রেখে ও তাঁদের মধ্য থেকেই পদায়ন করার প্রতিবাদে বিবৃতি দিয়েছে সংগঠনটি।
আজ বুধবার রাতে সংগঠনটির সদস্যসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সই করা বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে স্বৈরাচারী সরকারের পতনের এক সপ্তাহ পার হলেও জনপ্রশাসনে তাদের দোসররাই দোর্দণ্ড প্রতাপে প্রশাসনের কালকাঠি নাড়ছেন। বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের দর্শন ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে নিরপেক্ষ, দক্ষ ও পেশাদার জনপ্রশাসন গড়ে তোলার প্রতিপক্ষ হিসেবে তাঁরা পুনঃ আবির্ভূত হয়েছেন। তাঁদেরই মদদপুষ্ট কর্মকর্তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পদায়ন করা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এখনো পদত্যাগ করছেন না কোনো সচিব। তাঁরা ৩ আগস্ট সচিব সভায় ছাত্র আন্দোলনকে দমন করার শপথ নিয়েছিলেন। স্বৈরাচারী সরকারকে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেছেন, তাঁরা এখনো বহাল তবিয়তে আছেন। বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা বর্ণচোরা দলদাস কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে এখনো সরিয়ে দেওয়া হয়নি। ফলে শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা ওই মহল বিশেষের ক্ষেত্রে নস্যাৎ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা বিগত ১৬ বছরে অন্যায়ভাবে পদোন্নতি ও বঞ্চনার শিকার সব পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দিয়ে প্রশাসনের উপযুক্ত পদে পদায়ন করার জোর দাবি জানাচ্ছি।’
চট্টগ্রামে এস আলম সংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বিঘ্ন ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
১০ মিনিট আগেবান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়
১৫ মিনিট আগেনারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
২ ঘণ্টা আগে