নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা বিশ্বে ভুল ধরলে যেখানে পুরস্কৃত করা হয়, সেখানে পদ্মাসেতুর এক নাট-বল্টু ইস্যুতে ব্লাসফেমির মত অবস্থানে সরকার বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
আজ মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত বাংলাদেশের প্রস্তাবিত ২০২২-২৩ বাজেটের তদবির ও গতানুগতিক বাজেট নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভাবনা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নুরুল হক নূর বলেন, ‘সুশাসন গণতন্ত্র, মানবাধিকার এখন বক্তৃতার টার্ম হয়ে যাচ্ছে। একজন তরুণ দেখিয়েছে পদ্মাসেতুর নাট খোলা। এ জন্য গোয়েন্দারা তাকে ধরে এনেছে। পদ্মাসেতু নিয়ে কথা বলাটাও এখন পাপ হয়ে যাচ্ছে।’
পদ্মাসেতু অবশ্যই আমাদের গর্বের প্রতীক এ কথা উল্লেখ করে নুর বলেন, ‘একের পর এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করে, এক পদ্মাসেতু নির্মাণে পাপ মোচন হবে না সরকারের। গত ১৩ বছরে সরকার যেই অমানবিক কাজগুলো করেছে তার জন্য তাদেরকে সারা জীবনই নিন্দা পেতে হবে।’
দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে গেলে সরকারকে পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করে রাজনৈতিক আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কথা উল্লেখ করেন নুরুল হক নুর।
কোভিড চলে না গেলেও সরকার বলছে কোভিড আমাদের অর্থনীতিতে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব। শিক্ষা খাতের বাজেটের বিষয়ে নুর বলেন, ‘বিশেষজ্ঞরা গত পাঁচ সাত বছরে যেই প্রস্তাবনাগুলোর সাজেশন নেওয়া হয়েছে। সেগুলোর একটাকেও এই সরকার আমলে নেয়নি। সরকারের নৈতিকভাবেই সেই ভিত্তিটা নাই বাজেট ঘোষণা করার। এরপরেও তারা প্রতিবছর বাজেট দিচ্ছে। শিক্ষা খাতে বরাদ্দের কথা বললেও কাজ হচ্ছে না।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করে ফেলেছে সে ক্ষেত্রে নজর দেওয়া উচিত উল্লেখ করে নুর বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় যে সেখান থেকে কর আদায় করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাণিজ্যিকীকরণ না করা সরকারেরই নিশ্চিত করা উচিত। কিন্তু তাদের মন্ত্রী, আমলারাই এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো চালান, তাই সরকার এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না।’
সারা বিশ্বে ভুল ধরলে যেখানে পুরস্কৃত করা হয়, সেখানে পদ্মাসেতুর এক নাট-বল্টু ইস্যুতে ব্লাসফেমির মত অবস্থানে সরকার বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
আজ মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত বাংলাদেশের প্রস্তাবিত ২০২২-২৩ বাজেটের তদবির ও গতানুগতিক বাজেট নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভাবনা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নুরুল হক নূর বলেন, ‘সুশাসন গণতন্ত্র, মানবাধিকার এখন বক্তৃতার টার্ম হয়ে যাচ্ছে। একজন তরুণ দেখিয়েছে পদ্মাসেতুর নাট খোলা। এ জন্য গোয়েন্দারা তাকে ধরে এনেছে। পদ্মাসেতু নিয়ে কথা বলাটাও এখন পাপ হয়ে যাচ্ছে।’
পদ্মাসেতু অবশ্যই আমাদের গর্বের প্রতীক এ কথা উল্লেখ করে নুর বলেন, ‘একের পর এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করে, এক পদ্মাসেতু নির্মাণে পাপ মোচন হবে না সরকারের। গত ১৩ বছরে সরকার যেই অমানবিক কাজগুলো করেছে তার জন্য তাদেরকে সারা জীবনই নিন্দা পেতে হবে।’
দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে গেলে সরকারকে পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করে রাজনৈতিক আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কথা উল্লেখ করেন নুরুল হক নুর।
কোভিড চলে না গেলেও সরকার বলছে কোভিড আমাদের অর্থনীতিতে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব। শিক্ষা খাতের বাজেটের বিষয়ে নুর বলেন, ‘বিশেষজ্ঞরা গত পাঁচ সাত বছরে যেই প্রস্তাবনাগুলোর সাজেশন নেওয়া হয়েছে। সেগুলোর একটাকেও এই সরকার আমলে নেয়নি। সরকারের নৈতিকভাবেই সেই ভিত্তিটা নাই বাজেট ঘোষণা করার। এরপরেও তারা প্রতিবছর বাজেট দিচ্ছে। শিক্ষা খাতে বরাদ্দের কথা বললেও কাজ হচ্ছে না।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করে ফেলেছে সে ক্ষেত্রে নজর দেওয়া উচিত উল্লেখ করে নুর বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় যে সেখান থেকে কর আদায় করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাণিজ্যিকীকরণ না করা সরকারেরই নিশ্চিত করা উচিত। কিন্তু তাদের মন্ত্রী, আমলারাই এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো চালান, তাই সরকার এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে