অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নাসির, মহাসচিব নেওয়াজ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২৩: ০০
Thumbnail image
নাসির-উদ-দৌলা ও কে এম আলী নেওয়াজ । ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা সভাপতি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।

আজ রোববার অ্যাসোসিয়েশনের ইস্কাটন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনটির গঠনতন্ত্র পর্যালোচনা করে সমঝোতার ভিত্তিতে ২০২৫-২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অবসরে যাওয়ার সুবিধার জন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ্ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানকে গত ৩১ ডিসেম্বর ওএসডি করা হয়। আনোয়ার উল্ল্যাহ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং মাহবুবুর রহমান পরিকল্পনা কমিশনের সদস্যের দায়িত্বে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত