কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে আব্দুছ ছমেদ ফকিরের মাজারে বাৎসরিক ওরস ছিল আজ শুক্রবার। এর মধ্যে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। সেটিতে পুরুষটি মাজারের খাদেম ও পির আব্দুছ ছমেদ ফকিরের (মৃত) ছেলে মাইজ উদ্দিন শাহ চিশতি ওয়াইছি বলে দাবি করা হচ্ছে। এর জেরে জনরোষ থেকে বাঁচতে ওরস স্থগিত করেছে মাজার কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুটি অডিও ও ভিডিও ভাইরাল হয়েছে— স্থানীয়রা দাবি করছেন সেটি, আশেক-মাশুকের নামে নারী ভক্তদের সঙ্গে মাইজ উদ্দিনের শারীরিক সম্পর্ক স্থাপনের প্রমাণ।
আজ জুমার নামাজের পর স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে মাজারের ওরস বন্ধের দাবি জানায়। এ সংবাদ পেয়ে জনরোষ থেকে রেহাই পেতে মাইজ উদ্দিন কিশোরগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) জানান। এরপর নিজেই ওরস বন্ধের ঘোষণা দেন। দুপুরে কিশোরগঞ্জের এসপি মো. রাসেল শেখের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. আল আমিন ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এলাকাবাসী ও মাজারের ভক্তদের সঙ্গে আলোচনায় বসেন। সভায় মাইজ উদ্দিন ওরস বন্ধ রাখার ঘোষণা দেন।
মসুয়া গ্রামের মো. ফরিদ উদ্দিন বলেন, ‘কথিত পির মাইজ উদ্দিন একজন নারী লোভী। তিনি তাঁর নারী ভক্তদের সঙ্গে আশেক-মাশুকের নামে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ বিষয়ে অনেক নারী প্রকাশ্যে বলেছেন এবং ধর্ষণের শিকার নারীদের অডিও ও ভিডিও ভাইরাল হয়েছে। আমরা ভণ্ড পিরের মাজার উচ্ছেদ ও মাইজ উদ্দিনের শাস্তি চাই।’
অভিযোগের ব্যাপারে মাজারের খাদেম ও পির মাইজ উদ্দিন শাহ বলেন, ‘আমার মৃত বাবার মাজারে শুক্রবার ছিল বাৎসরিক ওরস মাহফিল। ওরসের তারিখ ঘনিয়ে আসলে এলাকার কিছু লোক ওরস বন্ধের জন্য মসজিদের সামনে ওয়াজ মাহফিলের ঘোষণা করেন। আমার নামে অপবাদ ছড়ানো ও জনরোষ তৈরির জন্য কিছু নারীকে দিয়ে আমার নামে মিথ্যা কথা রেকর্ড করে এলাকায় ছড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে হেয় প্রতিপন্ন করতেই এসব ঘটনা। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাৎসরিক ওরস বাতিল করেছি।’
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন বলেন, ‘মাইজ উদ্দিন সাহেব তাঁর পূর্ব ঘোষিত বাৎসরিক ওরস বাতিল করেছেন। এলাকার শান্তি ফিরিয়ে আনতে তাঁর উদ্যোগকে সাধুবাদ জানাই।’
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. আল আমিন বলেন, ‘পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা ঘটনাস্থলে এসেছি। শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মাইজ উদ্দিন পির সাহেব তাঁর ওরস বাতিল করেছেন। এ বিষয়ে এলাকায় কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আমরা কাউকে ছাড় দেব না।’
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে আব্দুছ ছমেদ ফকিরের মাজারে বাৎসরিক ওরস ছিল আজ শুক্রবার। এর মধ্যে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। সেটিতে পুরুষটি মাজারের খাদেম ও পির আব্দুছ ছমেদ ফকিরের (মৃত) ছেলে মাইজ উদ্দিন শাহ চিশতি ওয়াইছি বলে দাবি করা হচ্ছে। এর জেরে জনরোষ থেকে বাঁচতে ওরস স্থগিত করেছে মাজার কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুটি অডিও ও ভিডিও ভাইরাল হয়েছে— স্থানীয়রা দাবি করছেন সেটি, আশেক-মাশুকের নামে নারী ভক্তদের সঙ্গে মাইজ উদ্দিনের শারীরিক সম্পর্ক স্থাপনের প্রমাণ।
আজ জুমার নামাজের পর স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে মাজারের ওরস বন্ধের দাবি জানায়। এ সংবাদ পেয়ে জনরোষ থেকে রেহাই পেতে মাইজ উদ্দিন কিশোরগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) জানান। এরপর নিজেই ওরস বন্ধের ঘোষণা দেন। দুপুরে কিশোরগঞ্জের এসপি মো. রাসেল শেখের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. আল আমিন ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এলাকাবাসী ও মাজারের ভক্তদের সঙ্গে আলোচনায় বসেন। সভায় মাইজ উদ্দিন ওরস বন্ধ রাখার ঘোষণা দেন।
মসুয়া গ্রামের মো. ফরিদ উদ্দিন বলেন, ‘কথিত পির মাইজ উদ্দিন একজন নারী লোভী। তিনি তাঁর নারী ভক্তদের সঙ্গে আশেক-মাশুকের নামে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ বিষয়ে অনেক নারী প্রকাশ্যে বলেছেন এবং ধর্ষণের শিকার নারীদের অডিও ও ভিডিও ভাইরাল হয়েছে। আমরা ভণ্ড পিরের মাজার উচ্ছেদ ও মাইজ উদ্দিনের শাস্তি চাই।’
অভিযোগের ব্যাপারে মাজারের খাদেম ও পির মাইজ উদ্দিন শাহ বলেন, ‘আমার মৃত বাবার মাজারে শুক্রবার ছিল বাৎসরিক ওরস মাহফিল। ওরসের তারিখ ঘনিয়ে আসলে এলাকার কিছু লোক ওরস বন্ধের জন্য মসজিদের সামনে ওয়াজ মাহফিলের ঘোষণা করেন। আমার নামে অপবাদ ছড়ানো ও জনরোষ তৈরির জন্য কিছু নারীকে দিয়ে আমার নামে মিথ্যা কথা রেকর্ড করে এলাকায় ছড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে হেয় প্রতিপন্ন করতেই এসব ঘটনা। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাৎসরিক ওরস বাতিল করেছি।’
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন বলেন, ‘মাইজ উদ্দিন সাহেব তাঁর পূর্ব ঘোষিত বাৎসরিক ওরস বাতিল করেছেন। এলাকার শান্তি ফিরিয়ে আনতে তাঁর উদ্যোগকে সাধুবাদ জানাই।’
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. আল আমিন বলেন, ‘পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা ঘটনাস্থলে এসেছি। শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মাইজ উদ্দিন পির সাহেব তাঁর ওরস বাতিল করেছেন। এ বিষয়ে এলাকায় কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আমরা কাউকে ছাড় দেব না।’
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে