ঢাবি প্রতিনিধি
বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিন মালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন অভি।
একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেন অভি। আজ সোমবার দুপুরে মাস্টারদা সূর্য সেন হলের ক্যানটিনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগ নেতা অভি দুপুরে খাবার খাওয়ার পর ক্যানটিন মালিক আগের টাকা চাইলে অভি তাঁকে মারধর করেন।
অভিযোগ বিষয়ে ক্যানটিন মালিক মো. ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আমি ক্যাশে বসা ছিলাম। এমন সময় মো. আরাফাত হোসাইন অভি এসে আমার কাছে খাবার চান। আমি খাবার দিলাম এবং আগের বাকি ২ হাজার ৬৫০ টাকা তাঁর কাছে চাওয়ায় তিনি আমার ওপর রাগ দেখিয়ে হামলা করে বসেন। আমার শরীরে হাত তোলেন এবং আমাকেসহ আমার ম্যানেজারকে দুই দফা মারধর করেন। এ সময় তিনি আমার দাড়ি, শার্ট, লুঙ্গি, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলেন। আমি নিরুপায় হয়ে ক্যানটিন থেকে বেরিয়ে যাই এবং হলের ছাত্রদের কাছে আশ্রয় নিই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এর আগে তিনবার তাঁর কাছে টাকা চাওয়ায় তাঁকে রুমে ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি দেন বলেন জানান ফাহিম।
অভি ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ঘনিষ্ঠ বলে পরিচিত।
অভিযোগের বিষয়ে অভি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুপুরে খাবার খেতে ক্যানটিনে যাই। তখন ক্যানটিন মালিক বকেয়া টাকা চাইলে আমি বলি, আমার বিকাশে সমস্যা, টাকা তুলতে পারছি না। কিন্তু সে (ফাহিম) সেটা মানেনি। একপর্যায়ে হাতাহাতি হলে তাঁর দাড়িতে হাত লেগে যায় এবং দাড়ি ছিঁড়ে যায়। সে আমাকে প্রথমে ধাক্কা দেয়।’
ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘অভি যদি দোষী হয়, তাহলে তার শাস্তি হবে। পাশাপাশি ভুক্তভোগী যদি আমাদের জানায়, তাহলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে তিন দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হবে।’
বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিন মালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন অভি।
একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেন অভি। আজ সোমবার দুপুরে মাস্টারদা সূর্য সেন হলের ক্যানটিনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগ নেতা অভি দুপুরে খাবার খাওয়ার পর ক্যানটিন মালিক আগের টাকা চাইলে অভি তাঁকে মারধর করেন।
অভিযোগ বিষয়ে ক্যানটিন মালিক মো. ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আমি ক্যাশে বসা ছিলাম। এমন সময় মো. আরাফাত হোসাইন অভি এসে আমার কাছে খাবার চান। আমি খাবার দিলাম এবং আগের বাকি ২ হাজার ৬৫০ টাকা তাঁর কাছে চাওয়ায় তিনি আমার ওপর রাগ দেখিয়ে হামলা করে বসেন। আমার শরীরে হাত তোলেন এবং আমাকেসহ আমার ম্যানেজারকে দুই দফা মারধর করেন। এ সময় তিনি আমার দাড়ি, শার্ট, লুঙ্গি, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলেন। আমি নিরুপায় হয়ে ক্যানটিন থেকে বেরিয়ে যাই এবং হলের ছাত্রদের কাছে আশ্রয় নিই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এর আগে তিনবার তাঁর কাছে টাকা চাওয়ায় তাঁকে রুমে ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি দেন বলেন জানান ফাহিম।
অভি ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ঘনিষ্ঠ বলে পরিচিত।
অভিযোগের বিষয়ে অভি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুপুরে খাবার খেতে ক্যানটিনে যাই। তখন ক্যানটিন মালিক বকেয়া টাকা চাইলে আমি বলি, আমার বিকাশে সমস্যা, টাকা তুলতে পারছি না। কিন্তু সে (ফাহিম) সেটা মানেনি। একপর্যায়ে হাতাহাতি হলে তাঁর দাড়িতে হাত লেগে যায় এবং দাড়ি ছিঁড়ে যায়। সে আমাকে প্রথমে ধাক্কা দেয়।’
ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘অভি যদি দোষী হয়, তাহলে তার শাস্তি হবে। পাশাপাশি ভুক্তভোগী যদি আমাদের জানায়, তাহলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে তিন দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হবে।’
বড়াইগ্রামে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মন্ডলকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পৌর শ্রমিকদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
২ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী।
১১ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
১৭ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে