নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ষোলো বছরের বেশি কোনো ব্যক্তি বাসা হতে নিখোঁজ হয়েছে এমন তথ্য পাওয়া গেলে কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলে এ সংক্রান্ত সব তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণের পর উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘১৬ বছরের বেশি কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্ত সকল তথ্য পুলিশের সিটিটিসি ইউনিটকে অবহিত করতে হবে। যদি কারও সন্তান হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তাহলে তার বিষয়ে দ্রুত থানায় জানাতে হবে।’
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘দেশে লকডাউন শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
আফগানিস্তানে চলমান পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে জানিয়ে গত মঙ্গলবার জনসাধারণের উদ্দেশে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের কারও সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলে তার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করুন।’
মো. শফিকুল ইসলাম আরও বলেন, ‘এই ঢেউ উপমহাদেশসহ সব দেশেই লাগবে। তাই এ ব্যাপারে অভিভাবক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত।’
ষোলো বছরের বেশি কোনো ব্যক্তি বাসা হতে নিখোঁজ হয়েছে এমন তথ্য পাওয়া গেলে কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলে এ সংক্রান্ত সব তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণের পর উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘১৬ বছরের বেশি কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্ত সকল তথ্য পুলিশের সিটিটিসি ইউনিটকে অবহিত করতে হবে। যদি কারও সন্তান হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তাহলে তার বিষয়ে দ্রুত থানায় জানাতে হবে।’
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘দেশে লকডাউন শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
আফগানিস্তানে চলমান পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে জানিয়ে গত মঙ্গলবার জনসাধারণের উদ্দেশে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের কারও সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলে তার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করুন।’
মো. শফিকুল ইসলাম আরও বলেন, ‘এই ঢেউ উপমহাদেশসহ সব দেশেই লাগবে। তাই এ ব্যাপারে অভিভাবক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত।’
সিরাজগঞ্জের তাড়াশে রাস্তায় ফেলে যাওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে উপজেলার পৌষার এলাকায় রাস্তা থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়ায় ২০০৫ সালে ডাকাতির সময় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে হত্যা মামলায় পাঁচ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনা
১০ মিনিট আগেসাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তাঁর স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিনিয়র যশোর জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন।
১০ মিনিট আগেকক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়ের পর গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দল রফিক বাহিনীর প্রধান রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ। বিষয়টি নিশ্চিত করেছেন...
২০ মিনিট আগে