নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চার জনসহ ৬ জন নিহতের ঘটনায় বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ শনিবার র্যাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার ও মোটরসাইকেলে বাসের ধাক্কায় একই পরিবারে চার জনসহ ৬ জন নিহত হন।
এ দিন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, টোল প্লাজায় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার টোল দিচ্ছিল। পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাস দুটি যানকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছেন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা–কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস। এ সময় সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। প্রাইভেট কারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চার জনসহ ৬ জন নিহতের ঘটনায় বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ শনিবার র্যাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার ও মোটরসাইকেলে বাসের ধাক্কায় একই পরিবারে চার জনসহ ৬ জন নিহত হন।
এ দিন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, টোল প্লাজায় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার টোল দিচ্ছিল। পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাস দুটি যানকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছেন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা–কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস। এ সময় সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। প্রাইভেট কারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
শেরপুরে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেজামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে।
১৪ মিনিট আগেট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সবাইকে (সাংবাদিকদের) ইউনাইটেড থাকতে হবে। পেশাগত মানদণ্ডের দিক থেকে কম্প্রোমাইজ করা যাবে না। গতকাল শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরের বিসিডিএমে টিআইবি আয়োজিত তিন
২১ মিনিট আগেসপ্তাখানেক আগ থেকেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারে উঠতে শুরু করেছে এ অঞ্চলে উৎপাদিত নতুন পেঁয়াজ। শুরুতে দাম কম থাকায় কয়েক দফা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন চাষিরা। তারপরই গত তিন দিনে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা।
৪২ মিনিট আগে