Ajker Patrika

উদ্ধার অভিযানের সংবাদ সংগ্রহে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের বাধা

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২: ৫৬
উদ্ধার অভিযানের সংবাদ সংগ্রহে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের বাধা

পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল সাড়ে ৭টায় অভিযান শুরু হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো যানবাহন উদ্ধার করতে পারেনি উদ্ধারকারীরা। এসে পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। 

এদিকে সকাল ১০টার দিকে প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। তিনি ঘাটে এসেই সাংবাদিকদের উদ্ধারস্থল থেকে বের হয়ে যেতে বলেন। পরে তিনি উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীর সঙ্গে উত্তেজিত হয়ে অসদাচরণ করেন। 

এ ঘটনার পরই তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান, উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে শিমুলিয়া থেকে রুস্তম নামের আরেকটি জাহাজ আসবে। ফেরিতে থাকা চারটি যানবাহন উদ্ধারের পরই ফেরি তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে বেসরকারি কোনো উদ্ধারকারী জাহাজের সহযোগিতা নেওয়া হবে। 

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পণ্যবোঝাই ১৪টি ট্রাক ও চারটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি শাহ আমানত ডুবে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত